ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। আর এ যাত্রায় বরাবরের মতো গণমাধ্যম কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধকতা আছে, তারপরও এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালন হবে জোরদারভাবে- এমনটাই প্রত্যাশার কথা জানালেন তারা।
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার, (১৮ নভেম্বর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন- যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রচার ও গণমাধ্যম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক মাহফুজা জেসমিন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরীন গীতি, উইমেন আই ২৪ ডট কমের রীতা ভৌমিক; দৈনিক আমার দেশ পত্রিকার এমরানা আহমেদ; আজকের পত্রিকার অর্চি হক; দৈনিক ইত্তেফাকের রাবেয়া বেবী; দেশ রূপান্তরের তাপসী রাবেয়া, প্রচার ও গণমাধ্যম উপ-পরিষদ সদস্য তাসকিনা ইয়াসমিন; খবরের কাগজের মারওয়া জান্নাত মাইশা এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার আবদুর রহমান মল্লিক।
মুক্ত আলোচনায় উপস্থিত সাংবাদিকরা বলেন, নারী নির্যাতনের একটি বহুমুখী বিস্তৃত বিষয়; সাইবার সহিংসতা শিকার শুধু কন্যারা নয় মধ্যবয়সী নারীরাও সাইবার সহিংসতার শিকার। সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। বর্তমানে সহিংসতার প্রতিরোধে পত্রিকায় কলাম প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতে রিলস তৈরি করা যেতে পারে, ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। নারীবান্ধব সংবাদ প্রকাশে নানামুখী বাধা থাকলেও সংবাদ প্রকাশের কাজ অব্যাহত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমানের নানা পশ্চাৎপদ অবস্থার মধ্যে মানুষের মধ্যে যে তার স্বাধীনতা ও মুক্তির আকাক্সক্ষা তৈরি হয়েছে এটি আমাদের জন্য একটি বড় অর্জন। পরিবারে নারী-পুরুষের প্রতি পারিবারিক আচরণ পরিবর্তিত হবে এটি স্বাভাবিক, তবে এই পরিবর্তন যেন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি এ সময় পারিবারিক ও সামাজিক পরিবর্তনের দিকগুলো গণমাধ্যমকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের প্রতিবাদের রূপ ও ধরন বদলাবে। প্রতিবাদ করেই নারীর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। আর এ যাত্রায় বরাবরের মতো গণমাধ্যম কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধকতা আছে, তারপরও এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালন হবে জোরদারভাবে- এমনটাই প্রত্যাশার কথা জানালেন তারা।
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার, (১৮ নভেম্বর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন- যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রচার ও গণমাধ্যম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক মাহফুজা জেসমিন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরীন গীতি, উইমেন আই ২৪ ডট কমের রীতা ভৌমিক; দৈনিক আমার দেশ পত্রিকার এমরানা আহমেদ; আজকের পত্রিকার অর্চি হক; দৈনিক ইত্তেফাকের রাবেয়া বেবী; দেশ রূপান্তরের তাপসী রাবেয়া, প্রচার ও গণমাধ্যম উপ-পরিষদ সদস্য তাসকিনা ইয়াসমিন; খবরের কাগজের মারওয়া জান্নাত মাইশা এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার আবদুর রহমান মল্লিক।
মুক্ত আলোচনায় উপস্থিত সাংবাদিকরা বলেন, নারী নির্যাতনের একটি বহুমুখী বিস্তৃত বিষয়; সাইবার সহিংসতা শিকার শুধু কন্যারা নয় মধ্যবয়সী নারীরাও সাইবার সহিংসতার শিকার। সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। বর্তমানে সহিংসতার প্রতিরোধে পত্রিকায় কলাম প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতে রিলস তৈরি করা যেতে পারে, ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। নারীবান্ধব সংবাদ প্রকাশে নানামুখী বাধা থাকলেও সংবাদ প্রকাশের কাজ অব্যাহত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমানের নানা পশ্চাৎপদ অবস্থার মধ্যে মানুষের মধ্যে যে তার স্বাধীনতা ও মুক্তির আকাক্সক্ষা তৈরি হয়েছে এটি আমাদের জন্য একটি বড় অর্জন। পরিবারে নারী-পুরুষের প্রতি পারিবারিক আচরণ পরিবর্তিত হবে এটি স্বাভাবিক, তবে এই পরিবর্তন যেন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি এ সময় পারিবারিক ও সামাজিক পরিবর্তনের দিকগুলো গণমাধ্যমকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের প্রতিবাদের রূপ ও ধরন বদলাবে। প্রতিবাদ করেই নারীর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।