ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ বৈঠকে প্রধান প্রধান দ্বিপক্ষীয় বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিএসসি-এর অগ্রগতি এবং প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তবে কোন কোন নির্দিষ্ট বিষয় আলোচনায় এসেছে, তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
বৈঠকে খলিলুর রহমান ‘সুবিধাজনক সময়ে’ বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।
ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করছেন। বুধবার যাওয়ার কথা থাকলেও তিনি একদিন আগেই দিল্লিতে পৌঁছান। বৃহস্পতিবার তিনি সিএসসি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ বৈঠকে প্রধান প্রধান দ্বিপক্ষীয় বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিএসসি-এর অগ্রগতি এবং প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তবে কোন কোন নির্দিষ্ট বিষয় আলোচনায় এসেছে, তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
বৈঠকে খলিলুর রহমান ‘সুবিধাজনক সময়ে’ বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।
ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করছেন। বুধবার যাওয়ার কথা থাকলেও তিনি একদিন আগেই দিল্লিতে পৌঁছান। বৃহস্পতিবার তিনি সিএসসি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।