ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার যে নির্দেশ সপ্তাহের শুরুতে দিয়েছিলেন তা সপ্তাহের শেষ দিনে মনে করিয়ে দিলেন। বৃহস্পতিবার, (২০ নভেম্বর ২০২৫) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘হামলা চেষ্টাকারীদের গুলি করার বিধান আইনে আছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না।’
নাগরিকদের জানমালের নিরাপত্তার যে দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে তা ‘আন্তরিকতা ও পেশাদারত্বের’ সঙ্গে বাহিনীটি পালন করছে দাবি করে তিনি বলেন, ‘পুলিশের মনোবলে চিড় ধরে এরকম কোনো মন্তব্য বা কর্মকাণ্ড থেকে জনসাধারণকে বিরত থাকতে হবে।’ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০-১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ।
রায়ের আগের দিন গত রোববার বিকেলে পুলিশ কমিশনার সাজ্জাত বেতার বার্তায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সেদিনও তিনি এ সম্পর্কিত বিধানের কথা বলেছিলেন। পুরাতন রমনা থানার পশ্চিম পাশে ডিবি কম্পাউন্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সাইবার সাপোর্ট সেন্টার কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এ ধরনের সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতোমধ্যে তার সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হলো। এখানে থাকবে- অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪/৭ সাপোর্ট টিম।
‘ডিজিটাল নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়, এটি নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগানোর বিষয়।’ ডিবির এ সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে নাগরিকরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে সাইবার সাপোর্ট সেন্টারের ফেইসবুক পেইজের মাধ্যমে, ঈুনবৎ Support Centre- DB, DMP অথবা ই-মেইল করা যাবে cybersupportdbdmp@police.gov.bd-এই ঠিকানায়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার যে নির্দেশ সপ্তাহের শুরুতে দিয়েছিলেন তা সপ্তাহের শেষ দিনে মনে করিয়ে দিলেন। বৃহস্পতিবার, (২০ নভেম্বর ২০২৫) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘হামলা চেষ্টাকারীদের গুলি করার বিধান আইনে আছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না।’
নাগরিকদের জানমালের নিরাপত্তার যে দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে তা ‘আন্তরিকতা ও পেশাদারত্বের’ সঙ্গে বাহিনীটি পালন করছে দাবি করে তিনি বলেন, ‘পুলিশের মনোবলে চিড় ধরে এরকম কোনো মন্তব্য বা কর্মকাণ্ড থেকে জনসাধারণকে বিরত থাকতে হবে।’ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০-১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ।
রায়ের আগের দিন গত রোববার বিকেলে পুলিশ কমিশনার সাজ্জাত বেতার বার্তায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সেদিনও তিনি এ সম্পর্কিত বিধানের কথা বলেছিলেন। পুরাতন রমনা থানার পশ্চিম পাশে ডিবি কম্পাউন্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সাইবার সাপোর্ট সেন্টার কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এ ধরনের সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতোমধ্যে তার সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হলো। এখানে থাকবে- অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪/৭ সাপোর্ট টিম।
‘ডিজিটাল নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়, এটি নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগানোর বিষয়।’ ডিবির এ সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে নাগরিকরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে সাইবার সাপোর্ট সেন্টারের ফেইসবুক পেইজের মাধ্যমে, ঈুনবৎ Support Centre- DB, DMP অথবা ই-মেইল করা যাবে cybersupportdbdmp@police.gov.bd-এই ঠিকানায়।