ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ১৭ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রোববার, (২৩ নভেম্বর ২০২৫) মধ্য রাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও আরও পাঁচদিন অর্থাৎ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বিতীয় পর্বের নিবন্ধনও শুরু
প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরে যারা নির্বাচনী কাজে নিযুক্ত থাকবেন, যেসব নাগরিক কারা হেফাজতে (জেলবন্দি) আছেন এ ধরনের ব্যক্তির জন্য গত মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচদিন করে নিবন্ধনের সময় বেধে দিয়েছে ইসি। প্রথম পর্বে আগামী ১৯-২৩ নভেম্বর নিবন্ধনের সময় দেয়া হয় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের।
অ্যাপ চালুর পর রোববার, সন্ধ্যা ৭টা ২৩ পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থানরত ১৭ হাজার ৬৫০ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৬ হাজার ১৬১ জন এবং মহিলা ১ হাজার ৫২১। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭৭০৮ জন, জাপানে ৪৫১৫ জন, দক্ষিণ আফ্রিকায় ২২৭৬ জন, চীনে ১২৭৭ জন ও মিশরে ৫৬০ জন রয়েছে।
রোববার, নির্বাচন কমিশনের নিবন্ধন https://portal.ocv. gov.bd/report পোর্টালে নিবন্ধনের এ তথ্য পাওয়া গেছে।
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটাররা রোববার, রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়াও আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
তথ্য অধিদপ্তর এক বার্তায় জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম আজ রাত ১২টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হবে। এছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে আগামী ১৯-২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।
ব্যালট যাবে ডাকে
আবেদনকারীদের তথ্যাদি যাচাই করে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের দেশ ও বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রতীক বরাদ্দ হলে ভোটাররা অ্যাপের মাধ্যমেই সংশ্লিষ্ট আসনের প্রার্থী বিষয়ে জানতে পারবেন এবং পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ভোটের ব্যালট ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযোগে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার পাঠানোর অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণও করতে পারবেন।
প্রবাসীর সংখ্যা
২০২৩ সালের বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সোয়া কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) যদিও বলছে, সংখ্যাটা ১ কোটি ৪৮ লাখের বেশি। আর একাদশ জাতীয় সংসদের তথ্যমতে বিদেশে বাংলাদেশি কর্মী রয়েছেন ১ কোটি ৫৫ লাখ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৩ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ১৭ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রোববার, (২৩ নভেম্বর ২০২৫) মধ্য রাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও আরও পাঁচদিন অর্থাৎ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বিতীয় পর্বের নিবন্ধনও শুরু
প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরে যারা নির্বাচনী কাজে নিযুক্ত থাকবেন, যেসব নাগরিক কারা হেফাজতে (জেলবন্দি) আছেন এ ধরনের ব্যক্তির জন্য গত মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচদিন করে নিবন্ধনের সময় বেধে দিয়েছে ইসি। প্রথম পর্বে আগামী ১৯-২৩ নভেম্বর নিবন্ধনের সময় দেয়া হয় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের।
অ্যাপ চালুর পর রোববার, সন্ধ্যা ৭টা ২৩ পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থানরত ১৭ হাজার ৬৫০ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৬ হাজার ১৬১ জন এবং মহিলা ১ হাজার ৫২১। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭৭০৮ জন, জাপানে ৪৫১৫ জন, দক্ষিণ আফ্রিকায় ২২৭৬ জন, চীনে ১২৭৭ জন ও মিশরে ৫৬০ জন রয়েছে।
রোববার, নির্বাচন কমিশনের নিবন্ধন https://portal.ocv. gov.bd/report পোর্টালে নিবন্ধনের এ তথ্য পাওয়া গেছে।
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটাররা রোববার, রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়াও আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
তথ্য অধিদপ্তর এক বার্তায় জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম আজ রাত ১২টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হবে। এছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে আগামী ১৯-২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।
ব্যালট যাবে ডাকে
আবেদনকারীদের তথ্যাদি যাচাই করে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের দেশ ও বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রতীক বরাদ্দ হলে ভোটাররা অ্যাপের মাধ্যমেই সংশ্লিষ্ট আসনের প্রার্থী বিষয়ে জানতে পারবেন এবং পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ভোটের ব্যালট ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযোগে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার পাঠানোর অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণও করতে পারবেন।
প্রবাসীর সংখ্যা
২০২৩ সালের বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সোয়া কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) যদিও বলছে, সংখ্যাটা ১ কোটি ৪৮ লাখের বেশি। আর একাদশ জাতীয় সংসদের তথ্যমতে বিদেশে বাংলাদেশি কর্মী রয়েছেন ১ কোটি ৫৫ লাখ।