রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ খসড়া অনুমোদন হয়।
ভবন নির্মাণে ভূমিকম্প ও অগ্নি-ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করার নির্দেশ
দুদকে কমিশনার থাকবেন পাঁচজন, সম্পদের হিসাব দিতে হবে সব কর্মকর্তার
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যেন একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায়, যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দেবে।
বর্তমানে রাজউক শুধু আওতাধীন এলাকায় নির্মাণের অনুমোদন দিতে পারে। বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ নির্মাণ বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, গ্রামাঞ্চলসহ দেশজুড়ে চার থেকে পাঁচ তলা ভবন নির্মাণ হচ্ছে। প্রশ্ন হলো, এগুলো জাতীয় ভবন নির্মাণ কোড মেনে তৈরি হচ্ছে কি না?
এছাড়া ভূমিকম্প ও অগ্নি ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
নতুন রাজউক অধ্যাদেশে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘জমির মালিক ৬০ শতাংশের সম্মতিতে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে।’
প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নতুন অধ্যাদেশে নির্মাণ, জলাশয় খনন, নিচু জমি ভরাট, প্রাকৃতিক জলপ্রবাহ বাধা, খেলার মাঠ ও উদ্যানের শ্রেণী পরিবর্তন নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে।
এছাড়া অনুমোদিত নকশা ব্যতীত নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও ব্যত্যয়ী স্থাপনা অপসারণের শাস্তি এবং রাজউকের চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীদের রাজউকের সঙ্গে সংযুক্ত কোনো চুক্তি বা শেয়ারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দুদক দেখভালে বোর্ড
শফিকুল আলম আরও বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশের আলোকে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ প্রস্তুত করা হয়েছে। শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয়টি মাথায় রেখে এটি চূড়ান্ত করা হয়েছে।’
দুদকের কর্মকা- দেখভালের জন্য একটা বোর্ড রাখার প্রস্তাবের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘শেষ মুহূর্তে সেটা জটিলতা বাড়াবে এবং দুদকের স্বাধীনতা খর্ব করবে মর্মে বাদ দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘প্রতি ছয় মাস পর পর দুর্নীতি দমন কমিশনকে তাদের কাজের হিসাব প্রকাশ করতে হবে। দুদকের কর্মকর্তাদেরকে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। এটা কীভাবে হবে তা পরবর্তীতে স্পষ্ট করা হবে।’
‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘অভিযুক্তদের ব্যক্ত হিসাব নিষ্ক্রিয় করা, সম্পদ জব্দ করা এবং তদন্তের প্রয়োজনে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো রাখা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানবপাচার করা হয়, তা প্রতিরোধেও এখানে বিধান রাখা হয়েছে।’ মামলা হলে তা প্রত্যাহারে যেন চাপ প্রয়োগ করা না যায় সেজন্যও কিছু উদ্যোগ এই অধ্যাদেশে রয়েছে বলে জানান তিনি।
রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘রাজধানীর পরিধি অনেক বেড়ে গেছে। দেখা গেছে, বর্তমান আইনে অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। জলাধার, খেলার মাঠ, নালা কীভাবে সংরক্ষণ করা যায় তার কিছু নির্দেশনা রয়েছে অধ্যাদেশে।’ বৈঠকে দেশে ভবন নির্মাণ দেখভালে একটি স্বতন্ত্র অথরিটি প্রতিষ্ঠা করা যায় কিনা, প্রধান উপদেষ্টা সেই নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘এই অধ্যাদেশের মূল বিষয় হচ্ছে কমিশনকে নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন আটক করার স্থান স্বাধীনভাবে পরিদর্শন করার ক্ষমতা থাকবে কমিশনের।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ খসড়া অনুমোদন হয়।
ভবন নির্মাণে ভূমিকম্প ও অগ্নি-ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করার নির্দেশ
দুদকে কমিশনার থাকবেন পাঁচজন, সম্পদের হিসাব দিতে হবে সব কর্মকর্তার
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যেন একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায়, যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দেবে।
বর্তমানে রাজউক শুধু আওতাধীন এলাকায় নির্মাণের অনুমোদন দিতে পারে। বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ নির্মাণ বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, গ্রামাঞ্চলসহ দেশজুড়ে চার থেকে পাঁচ তলা ভবন নির্মাণ হচ্ছে। প্রশ্ন হলো, এগুলো জাতীয় ভবন নির্মাণ কোড মেনে তৈরি হচ্ছে কি না?
এছাড়া ভূমিকম্প ও অগ্নি ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
নতুন রাজউক অধ্যাদেশে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘জমির মালিক ৬০ শতাংশের সম্মতিতে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে।’
প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নতুন অধ্যাদেশে নির্মাণ, জলাশয় খনন, নিচু জমি ভরাট, প্রাকৃতিক জলপ্রবাহ বাধা, খেলার মাঠ ও উদ্যানের শ্রেণী পরিবর্তন নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে।
এছাড়া অনুমোদিত নকশা ব্যতীত নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও ব্যত্যয়ী স্থাপনা অপসারণের শাস্তি এবং রাজউকের চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীদের রাজউকের সঙ্গে সংযুক্ত কোনো চুক্তি বা শেয়ারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দুদক দেখভালে বোর্ড
শফিকুল আলম আরও বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশের আলোকে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ প্রস্তুত করা হয়েছে। শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয়টি মাথায় রেখে এটি চূড়ান্ত করা হয়েছে।’
দুদকের কর্মকা- দেখভালের জন্য একটা বোর্ড রাখার প্রস্তাবের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘শেষ মুহূর্তে সেটা জটিলতা বাড়াবে এবং দুদকের স্বাধীনতা খর্ব করবে মর্মে বাদ দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘প্রতি ছয় মাস পর পর দুর্নীতি দমন কমিশনকে তাদের কাজের হিসাব প্রকাশ করতে হবে। দুদকের কর্মকর্তাদেরকে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। এটা কীভাবে হবে তা পরবর্তীতে স্পষ্ট করা হবে।’
‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘অভিযুক্তদের ব্যক্ত হিসাব নিষ্ক্রিয় করা, সম্পদ জব্দ করা এবং তদন্তের প্রয়োজনে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো রাখা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানবপাচার করা হয়, তা প্রতিরোধেও এখানে বিধান রাখা হয়েছে।’ মামলা হলে তা প্রত্যাহারে যেন চাপ প্রয়োগ করা না যায় সেজন্যও কিছু উদ্যোগ এই অধ্যাদেশে রয়েছে বলে জানান তিনি।
রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘রাজধানীর পরিধি অনেক বেড়ে গেছে। দেখা গেছে, বর্তমান আইনে অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। জলাধার, খেলার মাঠ, নালা কীভাবে সংরক্ষণ করা যায় তার কিছু নির্দেশনা রয়েছে অধ্যাদেশে।’ বৈঠকে দেশে ভবন নির্মাণ দেখভালে একটি স্বতন্ত্র অথরিটি প্রতিষ্ঠা করা যায় কিনা, প্রধান উপদেষ্টা সেই নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘এই অধ্যাদেশের মূল বিষয় হচ্ছে কমিশনকে নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন আটক করার স্থান স্বাধীনভাবে পরিদর্শন করার ক্ষমতা থাকবে কমিশনের।’