বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার, (০৫ ডিসেম্বর ২০২৫) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরতদের কাজে ফেরার নির্দেশ দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনকারীদের দাবি পূরণে সরকার ‘আন্তরিক’। এজন্য ‘প্রয়োজনীয় সময়’ প্রয়োজন। সেবা বন্ধের মতো ‘জনস্বার্থবিরোধী’ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গত কয়েকদিন ধরে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কর্মবিরতি চলমান রাখায় স্বাস্থ্যসেবা ‘ব্যাহত’ ও জনদুর্ভোগ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়।
গত ৩০ নভেম্বর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হয়। এরপর থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৪ ঘণ্টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। তারা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মত তাদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি। বারবার কাগজপত্র যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের দাবি আটকে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০ম গ্রেড দাবির বিষয়ে প্রয়োজনীয় সব কর্মকাণ্ড ‘ইতিবাচকভাবে সম্পন্ন’ করে সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিবদের সঙ্গে আলোচনায় এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন এবং আলোচনা ‘ফলপ্রসূভাবে’ সম্পন্ন হয়েছে। এই ‘ইতিবাচক সমাধানের’ পথে অগ্রসরমান বিষয়ে পরবর্তীতে দাবি আদায়ের নামে রোগীদের জিম্মি করে আন্দোলন অব্যাহত রেখেছেন, যা স্বাস্থ্যসেবার মতো পেশায় নিয়োজিতদের কাছে কোনোভাবেই কাম্য নয়।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার, (০৫ ডিসেম্বর ২০২৫) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরতদের কাজে ফেরার নির্দেশ দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনকারীদের দাবি পূরণে সরকার ‘আন্তরিক’। এজন্য ‘প্রয়োজনীয় সময়’ প্রয়োজন। সেবা বন্ধের মতো ‘জনস্বার্থবিরোধী’ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গত কয়েকদিন ধরে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কর্মবিরতি চলমান রাখায় স্বাস্থ্যসেবা ‘ব্যাহত’ ও জনদুর্ভোগ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়।
গত ৩০ নভেম্বর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হয়। এরপর থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৪ ঘণ্টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। তারা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মত তাদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি। বারবার কাগজপত্র যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের দাবি আটকে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০ম গ্রেড দাবির বিষয়ে প্রয়োজনীয় সব কর্মকাণ্ড ‘ইতিবাচকভাবে সম্পন্ন’ করে সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিবদের সঙ্গে আলোচনায় এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন এবং আলোচনা ‘ফলপ্রসূভাবে’ সম্পন্ন হয়েছে। এই ‘ইতিবাচক সমাধানের’ পথে অগ্রসরমান বিষয়ে পরবর্তীতে দাবি আদায়ের নামে রোগীদের জিম্মি করে আন্দোলন অব্যাহত রেখেছেন, যা স্বাস্থ্যসেবার মতো পেশায় নিয়োজিতদের কাছে কোনোভাবেই কাম্য নয়।’