image

শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টারের ২০তম শাহদাৎবার্ষিকতে বশেমুরকৃবি’র শ্রদ্ধা

মঙ্গলবার, ০৭ মে ২০২৪
প্রতিনিধি, গাজীপুর

শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। আজ ৭ মে ২০ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এ মহান শ্রমিক নেতাকে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টার হলে নির্মিতব্য প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। পুষ্প প্রদান অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

প্রফেসর তোফায়েল আহমেদ ও হল প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুস সালামের নেতৃত্বে সমর্পিত হয়। পরে ভাওয়ালের এ বীর মুক্তিযোদ্ধার জন্মভূমি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে অবস্থিত সমাধিতে পুষ্প অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, কমকর্তা ও কর্মচারিবৃন্দ। পুষ্প অর্পণ শেষে ১৯৫০ সালে জন্ম গ্রহণ করা এ জনমুখী নেতার যোগ্য সন্তান ও গাজীপুর-২ আসনের এম.পি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বশেমুরকৃবি’র ট্রেজারারসহ শিক্ষক ও কর্মকর্তাগণ। ২০০৪ সালে নৃশংসভাবে শহীদ হওয়া ও ২ বারের সংসদ সদস্য মাটি ও মানুষের এ নেতার আত্মার মাগফেরাত কামনার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদ ও হলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি