নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন।
মঙ্গলবার মধ্যরাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ৭২ বছর বয়সি মানু মজুমদার। বেলা সাড়ে ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে জানান তিনি।
মৃত্যুকালে মানু মজুমদার স্ত্রী ক্যামেলিয়া বিশ্বাস ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই মেয়ের একজন কানাডা এবং অন্যজন পর্তুগালে পড়াশোনা করেন।
মানু মজুমদারের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জে হলেও তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মনতলা এলাকায় বিয়ে করেন। নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের আপন ভগ্নিপতি তিনি।
পরে তিনি উপজেলার পাঁচগাঁও এলাকায় বাড়িও করেন। ঢাকার পাশিাপাশি তিনি সেখানেও বসবাস করতেন।
মানু মজুমদার ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হন। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানু মজুমদার আওয়ামী লীগের মনোনয়নে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
বুধবার, ২২ মে ২০২৪
নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন।
মঙ্গলবার মধ্যরাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ৭২ বছর বয়সি মানু মজুমদার। বেলা সাড়ে ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে জানান তিনি।
মৃত্যুকালে মানু মজুমদার স্ত্রী ক্যামেলিয়া বিশ্বাস ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই মেয়ের একজন কানাডা এবং অন্যজন পর্তুগালে পড়াশোনা করেন।
মানু মজুমদারের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জে হলেও তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মনতলা এলাকায় বিয়ে করেন। নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের আপন ভগ্নিপতি তিনি।
পরে তিনি উপজেলার পাঁচগাঁও এলাকায় বাড়িও করেন। ঢাকার পাশিাপাশি তিনি সেখানেও বসবাস করতেন।
মানু মজুমদার ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হন। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানু মজুমদার আওয়ামী লীগের মনোনয়নে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।