image

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন।

আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম অবসরে যান।

বিচারপতি ফজলুল করিম ১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি