বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা কমিটির সদস্য সচিব, মোঃ শাহাদাত আলম ঝুনু (৬০) মঙ্গলবার সন্ধা ৬টায় বগুরা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বগুড়া জেল সুপার ফারুক আহমেদ জানান, শাহাদৎ আলম ঝুনু ২৪ আগস্ট গ্রেফতার হয়ে জেলা কারাগারে আসেন। হত্যাসহ ৩টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
তিনি জানান বেলা সাড়ে ১১ টার দিকে শাহাদৎ আলম ঝুনু কারাগারের ভিতর পড়ে গেলে তার হার্ট এ্যাটাক হয়। তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউটে পাঠানো হয়। বিকালে কারা কর্তৃপক্ষের তত্বাবধানে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় সিরাজগঞ্জে তিনি মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শাহাদত আলম ঝুনু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তর করা হচ্ছিল।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শাহাদাৎ আলম ঝুনুর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদসহ বগুড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা কমিটির সদস্য সচিব, মোঃ শাহাদাত আলম ঝুনু (৬০) মঙ্গলবার সন্ধা ৬টায় বগুরা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বগুড়া জেল সুপার ফারুক আহমেদ জানান, শাহাদৎ আলম ঝুনু ২৪ আগস্ট গ্রেফতার হয়ে জেলা কারাগারে আসেন। হত্যাসহ ৩টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
তিনি জানান বেলা সাড়ে ১১ টার দিকে শাহাদৎ আলম ঝুনু কারাগারের ভিতর পড়ে গেলে তার হার্ট এ্যাটাক হয়। তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউটে পাঠানো হয়। বিকালে কারা কর্তৃপক্ষের তত্বাবধানে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় সিরাজগঞ্জে তিনি মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শাহাদত আলম ঝুনু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তর করা হচ্ছিল।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শাহাদাৎ আলম ঝুনুর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদসহ বগুড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।