image

সাবেক এমপি আব্দুল কাদের খান মারা গেছেন

আব্দুল কাদের খান, যিনি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা: জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান মারা গেছেন। তিনি গত ১৪ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “কাদের খানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

৭০ বছর বয়সী কাদের খানের চোখে গ্লুকোমার চিকিৎসা চলছিল এবং হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলিতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় কাদের খানসহ আটজনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে জানানো হয়, কাদের খান লিটনকে হত্যার পরিকল্পনা করে ভোটের রাজনীতি সহজ করার উদ্দেশ্যে ভাড়াটে খুনিদের ১০ লাখ টাকা দেন।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি