বাংলাদেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক অধ্যাপক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) মারা গেছেন। রোববার দুপুরে ঢাকায় নিজ বাসায় ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়।
বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন বারডেম হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন।
টি এ চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস ডিগ্রি নেন।
গাইনি চিকিৎসায় তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি।
রোববার, ০৯ মার্চ ২০২৫
বাংলাদেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক অধ্যাপক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) মারা গেছেন। রোববার দুপুরে ঢাকায় নিজ বাসায় ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়।
বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন বারডেম হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন।
টি এ চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস ডিগ্রি নেন।
গাইনি চিকিৎসায় তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি।