শনিবার ২ আগষ্ট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ডাবাইল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে ১৫ মার্চ হানাদারদের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহতের ঘটনায় উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতেতে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্বজনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৮৫ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন তিনি।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও সাবেক ব্যাংকার লায়ন আবুল কাশেম চৌধুরী তার দুই ছেলে।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার ২ আগষ্ট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ডাবাইল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে ১৫ মার্চ হানাদারদের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহতের ঘটনায় উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতেতে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্বজনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৮৫ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন তিনি।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও সাবেক ব্যাংকার লায়ন আবুল কাশেম চৌধুরী তার দুই ছেলে।