কুমিল্লার চান্দিনায় বীর মুক্তিযোদ্ধা এড. মনিরুল ইসলাম মৃত্যু বরণ করেছেন। আজ মঙ্গলবার সকালে চান্দিনা উপজেলা সদরের থানা সংলগ্ন ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৮০) কুমিল্লা জজ কোটের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের সুরিখোলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেলে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ চান্দিনা থানা পুলিশ। সন্ধ্যায় নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই প্রবীন আইনজীবী।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, চান্দিনা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
কুমিল্লার চান্দিনায় বীর মুক্তিযোদ্ধা এড. মনিরুল ইসলাম মৃত্যু বরণ করেছেন। আজ মঙ্গলবার সকালে চান্দিনা উপজেলা সদরের থানা সংলগ্ন ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৮০) কুমিল্লা জজ কোটের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের সুরিখোলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেলে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ চান্দিনা থানা পুলিশ। সন্ধ্যায় নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই প্রবীন আইনজীবী।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, চান্দিনা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।