image

নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, আ.লীগ নেতা শাহ্ আলম মারা গেছেন

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজার পর গোদনাইল কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে স্যালুট প্রদান করে।

এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজার পর তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ,যুবদল নেতা মমতাজউদ্দিন মন্তু, মরহুমের ছেলে এডভোকেট মাহবুব আলম মিল্টন প্রমুখ।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি