image

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে জিয়াউর রহমানের পাশে

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

খালেদা জিয়ার প্রথম জানাজা ও দাফন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সম্মতিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর এ তথ্য জানানো হয়। সভায় বিশেষ আমন্ত্রণে যোগ দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইন উপদেষ্টা আসিফ নজরুল যমুনা ভবনে উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাকে অবহিত করেন যে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

আসিফ নজরুল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানাজা-দাফন ও নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আরও জানান, সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা তথ্য ও পরিবেশ উপদেষ্টা পাঠ করেন। এছাড়া, সভায় আগামীকাল বুধবার থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের এই তিন দিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বুধবার দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সকল দূতাবাসে শোক বই খোলা হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য উল্লেখ করে বলেন, সভায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সাথে তার শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, গত ২১ নভেম্বর সেনাসদরে অনুষ্ঠানে খালেদা জিয়া অত্যন্ত উৎফুল্ল ছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে একান্তে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতির এই বিশেষ মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।

আসিফ নজরুল খালেদা জিয়াকে ’অবিনশ্বর’ আখ্যা দিয়ে বলেন, ’গোটা জাতি উনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে উনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ’বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রীর চলে যাওয়া, এটা একটা বিশেষ মুহূর্ত। এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি; একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করব।’ তিনি খালেদা জিয়ার জানাজা ও দাফন যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।

গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি