image

রংপুরের সাংবাদিক আফতাব হোসেন মারা গেছেন

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধ গবেষক আফতাব হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (১৭ অক্টোবর) রংপুর শহরের কামালকাছনার বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর কমিউনিটি মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফতাব হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগে ভুগছিলেন।

মঙ্গলবার বাদ আসর পীরগাছা উপজেলার নবদীগঞ্জ বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আফতাব হোসেন বৈশাখী টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি রংপুর বাংলাদেশ বেতারে নিয়মিত সংবাদ পাঠ করতেন। এ ছাড়া রংপুরের দৈনিক দাবানল ও দৈনিক যুগের আলো পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি সুশাসনের জন্য নাগরিক-সুজনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর ও ফিরে দেখা সংগঠনের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আফতাব হোসেনের মৃত্যুতে রংপুরের সাংবাদিক মহল ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী, প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি