image

খালেদা জিয়ার অবস্থার অবনতি, বৈঠকে মেডিকেল বোর্ড

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাই রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বৈঠকে বসেছে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড সদস্যরা।

বিএনপির সূত্র জানায়, রাত সাড়ে ১১টায় বৈঠকে বসে মেডিকেল বোর্ড। বৈঠকে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশে থেকে বেশ কয়েকজন চিকিৎসক যুক্ত আছেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার।

এদিকে গত এক সপ্তাহে বিএনপির পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মুহূর্তে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। আর উন্নত চিকিৎসা পেতে তাকে বিদেশ যেতে হবে। তাই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে— সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

» নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ বললেন ফখরুল

সম্প্রতি