image
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ৯ বছর পর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। পুরোনো ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ৯ বছর পর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় রাজধানীর তেজগাঁও থানার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম সায়মন। তিনি আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সায়মনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার (আজ) আদালতে হাজির করা হবে।”

এর আগে গত ৬ এপ্রিল একই মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।

প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়ে খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হামলায় জড়িত ছিলেন।

দীর্ঘ নয় বছর পর, ২০২৪ সালের ২২ আগস্ট এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার পাশাপাশি তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়।

ঘটনাটি নিয়ে আবারও আলোচনায় এসেছে তৎকালীন রাজনৈতিক সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি। বিশ্লেষকরা বলছেন, ঘটনার এতদিন পর তদন্ত ও গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৫: বিএনপির প্রার্থিতা নিয়ে নাটকীয়তার পর বিভ্রান্তি

সম্প্রতি