রাজধানীতে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিনে সংঘর্ষকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন দলটির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত বৃহস্পতিবার তাকে জামিন দেয়।
এ নিয়ে ২৮ অক্টোবরের পর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলাতেই জামিন পেলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনই কারাগার থেকে তার মুক্তি মিলছে না।
আলতাফের অন্যতম আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম বলেন, তার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি মামলাসহ দুই মামলায় পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) নিষ্পত্তির অপেক্ষায় আছে। সে কারণে এখনই তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার সেই আলোচিত ঘটনায় চারটি মামলায় আলতাফকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, বেআইনি জমায়েত, সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় এসব মামলায়।
গত বছরের ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করে র্যাব। প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় তখন তাকে আদালতে হাজির করা হয়। সেদিন জামিন না দিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে