দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নেতাকর্মীদের ভিড় আর উৎসাহ উদ্দীপনায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী গত দুই দিন ধরে মনোনয়ন ফরম কিনতে আসছেন কেন্দ্রীয় কার্যালয়ে। নেতাকর্মীদের আনন্দ-উল্লাসের মধ্যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়ক জনসমুদ্রে রূপ নিয়েছিল। ভিড়ের কারণে মনোনয়ন ফরম কিনতে আসা মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকের কার্যালয়ের ভেতরে ঢুকতে অনেক কসরত করতে হয়। এমন কি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের ভিড়ের কারণে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করতে এসে কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
গত শনিবার প্রথম দিনে ১,০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
গত শনিবার থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত মোট চার দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে এ কার্যক্রম। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম, তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে আসা নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসতে থাকেন। দুপুরের আগেই পুরো এলাকায় মানুষের ভিড়ে সয়লাব হয়ে যায়। দুপুরের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় গিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে ভিড় করতে দেখা যায়। বাঁশের বেড়া দিয়ে লোকজনকে ভিতরে ঢুকতে নিরুৎসাহীত করতে চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। নেতাকর্মীদের কেউ কেউ বাঁশের বেড়ার ওপর দিয়েও ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য গেইট বন্ধ করে দেয়া হয়। এ সময় মাইকেও বার বার মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে অতিরিক্ত কাউকে কার্যালয়ের ভেতর প্রবেশ না করতে অনুরোধ করা হয়। এ সময় সমবেত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এক একজন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে শতাধিক নেতাকর্মী কার্যালয়ে আসেন। ফলে পুরো এলাকায় ভিড় বাড়তে বাড়তে এ পর্যায়ে কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
সমবেত নেতাকর্মীদের কেউ আসেন আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহে, কেউ বা জমা দিতে। আর তাদের সঙ্গে আসেন অসংখ্য কর্মীসমর্থক। নেতাকর্মীরা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ও নানাভাবে সজ্জিত গাড়ী নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
রোববার মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে ১,২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১,১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭০টি, সিলেট বিভাগে ১৪টি, চট্টগ্রাম বিভাগে ৫৯টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী ৪২টি, বরিশাল বিভাগে ৩২টি, খুলনা বিভাগে ৫১টি ও ময়মনসিংহ বিভাগে ৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১,১৮০ জন। আর অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১,২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
গত শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা নিজেও মনোনয়ন ফরম কিনেন।
কর্মীদের ভিড়ের কারণে একাধিক বার চেষ্টা করেও রোববার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে জিপিও হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। এরপর অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি। কিন্তু ভিড় ঠেলে কার্যালয়ের ভিতরে ঢুকতে ব্যর্থ হন। প্রথমবার মূল রাস্তা থেকে কার্যালয়ের রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। পরে গাড়ি থেকে নেমে হেঁটে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যান তিনি। ১০ মিনিট পর একইভাবে আবারও চেষ্টা করে ব্যর্থ হন তিনি। সর্বশেষ ১২টার দিকে আবারও কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন তিনি। এবার ভিড় এতোই বেশি ছিল যে, গাড়ি থেকে আগের দুইবারের মতো নামার চেষ্টা না করেও ব্যর্থ হন। পরে তিনি দলের ধানমন্ডী কার্যালয়ে চলে যান।
রোববার, ১৯ নভেম্বর ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নেতাকর্মীদের ভিড় আর উৎসাহ উদ্দীপনায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী গত দুই দিন ধরে মনোনয়ন ফরম কিনতে আসছেন কেন্দ্রীয় কার্যালয়ে। নেতাকর্মীদের আনন্দ-উল্লাসের মধ্যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়ক জনসমুদ্রে রূপ নিয়েছিল। ভিড়ের কারণে মনোনয়ন ফরম কিনতে আসা মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকের কার্যালয়ের ভেতরে ঢুকতে অনেক কসরত করতে হয়। এমন কি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের ভিড়ের কারণে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করতে এসে কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
গত শনিবার প্রথম দিনে ১,০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
গত শনিবার থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত মোট চার দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে এ কার্যক্রম। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম, তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে আসা নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসতে থাকেন। দুপুরের আগেই পুরো এলাকায় মানুষের ভিড়ে সয়লাব হয়ে যায়। দুপুরের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় গিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে ভিড় করতে দেখা যায়। বাঁশের বেড়া দিয়ে লোকজনকে ভিতরে ঢুকতে নিরুৎসাহীত করতে চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। নেতাকর্মীদের কেউ কেউ বাঁশের বেড়ার ওপর দিয়েও ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য গেইট বন্ধ করে দেয়া হয়। এ সময় মাইকেও বার বার মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে অতিরিক্ত কাউকে কার্যালয়ের ভেতর প্রবেশ না করতে অনুরোধ করা হয়। এ সময় সমবেত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এক একজন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে শতাধিক নেতাকর্মী কার্যালয়ে আসেন। ফলে পুরো এলাকায় ভিড় বাড়তে বাড়তে এ পর্যায়ে কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
সমবেত নেতাকর্মীদের কেউ আসেন আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহে, কেউ বা জমা দিতে। আর তাদের সঙ্গে আসেন অসংখ্য কর্মীসমর্থক। নেতাকর্মীরা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ও নানাভাবে সজ্জিত গাড়ী নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
রোববার মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে ১,২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১,১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭০টি, সিলেট বিভাগে ১৪টি, চট্টগ্রাম বিভাগে ৫৯টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী ৪২টি, বরিশাল বিভাগে ৩২টি, খুলনা বিভাগে ৫১টি ও ময়মনসিংহ বিভাগে ৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১,১৮০ জন। আর অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১,২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
গত শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা নিজেও মনোনয়ন ফরম কিনেন।
কর্মীদের ভিড়ের কারণে একাধিক বার চেষ্টা করেও রোববার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে জিপিও হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। এরপর অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি। কিন্তু ভিড় ঠেলে কার্যালয়ের ভিতরে ঢুকতে ব্যর্থ হন। প্রথমবার মূল রাস্তা থেকে কার্যালয়ের রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। পরে গাড়ি থেকে নেমে হেঁটে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যান তিনি। ১০ মিনিট পর একইভাবে আবারও চেষ্টা করে ব্যর্থ হন তিনি। সর্বশেষ ১২টার দিকে আবারও কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন তিনি। এবার ভিড় এতোই বেশি ছিল যে, গাড়ি থেকে আগের দুইবারের মতো নামার চেষ্টা না করেও ব্যর্থ হন। পরে তিনি দলের ধানমন্ডী কার্যালয়ে চলে যান।