দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এই সভা হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।
তিনি জানান, মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হওয়ার কথা থাকলেও সরকার প্রধান নির্বাচনের এই সময়ে সেখানে রাজনৈতিক কোনো কাজ করবেন না।
সারাদেশ: শ্রীনগরে সরকারি জলাশয় দখলের অভিযোগ