image

১৪ দলীয় জোটের ভিত্তিতে আওয়ামী লীগ নির্বাচন করবে: হানিফ

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের মানুষ সব সময় নির্বাচনকে উৎসবমুখর হিসেবেই দেখে। এবারও কিছু রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও এরই মধ্যে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের উৎসবমুখর আমেজ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, জোটের ভিত্তিতেই আওয়ামী লীগ ১৪ দলীয় জোট নির্বাচনে অংশ নেবেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।

নির্বাচনের বিষয়ে হানিফ বলেন,নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর বিষয়ে দলীয় সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে কি-না এবং উৎসবের আমেজ আরও বৃদ্ধি ও কৌশলগত কারণেরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এই সময়ের মধ্যে ১৪ দলীয় জোটের বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে হতাশ বা বিভ্রান্তির কিছু নেই। ১৪ দলীয় জোটে যারা আছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। প্রত্যেকটা এলাকায় একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে পারেন সেই সুযোগ করে দেওয়া হয়েছে। তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই।”

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “যেহেতু তারা নির্বাচনি মাঠে নেই রাজনৈতিক দল হিসেবেও তারা দেশের মানুষের কাছে বিবেচিত হচ্ছে না। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডও রাজনৈতিক নয়, তারা এখন সন্ত্রাসী রাজনীতির মধ্যে চলে গেছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কথাবার্তা আমলে নেওয়ার যৌক্তিকতা নেই।”

মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর। এ সময় টানা চতুর্থবারের মতো কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।”

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

সম্প্রতি