নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫-২০ দিন সারাদেশে ধ্বংসাত্মক কার্যক্রম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এমনটা না করার জন্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ধর বললে ৫ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে। আমার কর্মীরাই এইটা করবে। সুতরাং যারা অগ্নিসন্ত্রাসের নির্দেশ দিচ্ছেন তারা ছাড় পাবেন না।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। শামীম ওসমান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
তিনি আরও বলেন, বাঘে ধরলে বাঘে ছাড়ে শেখ হাসিনা ধরলে ছাড়ে না। উনি ঘুড্ডির সুতা ছাড়তে থাকেন, তারপর এক সময় টান দিবেন। জনগণকে কষ্ট দিলে উনি মানবেন না। ধ্বংসাত্মক কাজ যেন কেউ না করে। তাহলে কাউকে রক্ষা আমরা করতে পারবো না। হিমালয় পর্বত নড়ে যাবে কিন্তু শেখ হাসিনাকে নড়ানো অনেক কঠিন।
শামীম ওসমান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে দলীয় কর্মী-সমর্থকদের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু ক্ষমতায় এসে প্রতিশোধ নেইনি।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনে চিরপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির বর্তমান সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিষোদগার করেন তিনি।
৭ জানুয়ারির নির্বাচনে গিয়াস উদ্দিনের প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন চলছে। তার নামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহও করা হয়েছে। যদিও এই ব্যাপারে গিয়াস উদ্দিনের বক্তব্য, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। দলীয়ভাবে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে দাবি তার। সংসদ সদস্যের বক্তব্যে একাধিকার গিয়াস উদ্দিন প্রসঙ্গ আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ওনাকে আসলে আমি প্রেডিক্ট করতে পারি না। প্রেডিক্ট করতে হলে একটা মানুষের আদর্শ থাকতে হয়। আমরা চাই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকুক।
এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে। নিশ্চিত থাকেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। বিএনপি যদি স্টুপিড না হয়ে থাকে তাহলে তারা নির্বাচনে আসবে। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
ইউরোপের অধিকাংশ দেশে ৩০ শতাংশ ভোট পড়ে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘আমরা জনগণকে বিশেষ করে নতুন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করবো। অন্তত ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হবে। গ্যারান্টি দিতে পারি, অন্তত আমার এলাকায় এক সেকেন্ডের জন্যও ভোটে কারচুপি হতে দেবো না।
তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন সমাবেশ-মিছিলে ভোট প্রার্থনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও প্রার্থী না। যাচাই-বাছাইয়ের পর আমি একজন প্রার্থী হবো। এর আগে চাইলে আমি ভোট চেয়ে ভোটারের বাড়িতে ভাত খেয়েও আসতে পারি।
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫-২০ দিন সারাদেশে ধ্বংসাত্মক কার্যক্রম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এমনটা না করার জন্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ধর বললে ৫ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে। আমার কর্মীরাই এইটা করবে। সুতরাং যারা অগ্নিসন্ত্রাসের নির্দেশ দিচ্ছেন তারা ছাড় পাবেন না।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। শামীম ওসমান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
তিনি আরও বলেন, বাঘে ধরলে বাঘে ছাড়ে শেখ হাসিনা ধরলে ছাড়ে না। উনি ঘুড্ডির সুতা ছাড়তে থাকেন, তারপর এক সময় টান দিবেন। জনগণকে কষ্ট দিলে উনি মানবেন না। ধ্বংসাত্মক কাজ যেন কেউ না করে। তাহলে কাউকে রক্ষা আমরা করতে পারবো না। হিমালয় পর্বত নড়ে যাবে কিন্তু শেখ হাসিনাকে নড়ানো অনেক কঠিন।
শামীম ওসমান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে দলীয় কর্মী-সমর্থকদের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু ক্ষমতায় এসে প্রতিশোধ নেইনি।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনে চিরপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির বর্তমান সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিষোদগার করেন তিনি।
৭ জানুয়ারির নির্বাচনে গিয়াস উদ্দিনের প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন চলছে। তার নামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহও করা হয়েছে। যদিও এই ব্যাপারে গিয়াস উদ্দিনের বক্তব্য, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। দলীয়ভাবে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে দাবি তার। সংসদ সদস্যের বক্তব্যে একাধিকার গিয়াস উদ্দিন প্রসঙ্গ আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ওনাকে আসলে আমি প্রেডিক্ট করতে পারি না। প্রেডিক্ট করতে হলে একটা মানুষের আদর্শ থাকতে হয়। আমরা চাই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকুক।
এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে। নিশ্চিত থাকেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। বিএনপি যদি স্টুপিড না হয়ে থাকে তাহলে তারা নির্বাচনে আসবে। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
ইউরোপের অধিকাংশ দেশে ৩০ শতাংশ ভোট পড়ে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘আমরা জনগণকে বিশেষ করে নতুন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করবো। অন্তত ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হবে। গ্যারান্টি দিতে পারি, অন্তত আমার এলাকায় এক সেকেন্ডের জন্যও ভোটে কারচুপি হতে দেবো না।
তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন সমাবেশ-মিছিলে ভোট প্রার্থনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও প্রার্থী না। যাচাই-বাছাইয়ের পর আমি একজন প্রার্থী হবো। এর আগে চাইলে আমি ভোট চেয়ে ভোটারের বাড়িতে ভাত খেয়েও আসতে পারি।