আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে লিবারেল ইসলামিক জোট, ২০০ আসনে প্রার্থী দিতে চায় তারা। বলেছে, বাকি ৭৯ আসনের প্রার্থীদের নাম আজ ঘোষণা করা হবে।
ছয়টি দলের সমন্বয়ে গড়া এই জোটের নেতৃত্বে রয়েছে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বাকি দলগলো হচ্ছে- বিএসপি, ইসলামিক ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্যপরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি। নির্বাচনে তাদের প্রতীক হবে একতারা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি। এ সময় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৪ ও চট্টগ্রাম-২ আসনে দাঁড়াবেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করতেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। গত দুটি নির্বাচন নিয়ে যে বিরূপ ধারণা রয়েছে, এবারের নির্বাচনের মধ্য দিয়ে তা দূর হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তার মতে, সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে কারও এককভাবে কিছু করার সুযোগ কমে যায়। তাই হরতাল, অবরোধ ও সহিংসতার পথ পরিহার করে নির্বাচন কমিশনারের ওপর আস্থা রেখে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
তবে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মনে করেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করে, তবুও আগামী নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ই হবে এবং নির্বাচন ‘সুষ্ঠু’ হলে তার জোটের প্রার্থীদের জয়লাভের সম্ভাবনাও আছে।
তাই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব ‘নিরপেক্ষভাবে’ পালন করবেন বলে প্রত্যাশা তার।
বিএসপির মনোনয়ন পেলেন যারা-
রংপুর বিভাগ : পঞ্চগড়-১ থেকে মো. আবদুল ওয়াদুদ (বাদশা), পঞ্চগড়-২ থেকে আহমাদ রেজা ফারুকী, লালমনিরহাট-৩ থেকে এম এ হান্নান, রংপুর-৩ থেকে মো. আবদুর রহমান (রেজু), কুড়িগ্রাম-১ থেকে মনিরুজ্জামান খান ভাসানী, কুড়িগ্রাম-২ থেকে মোছা. শেফালী বেগম, কুড়িগ্রাম-৪ থেকে মো. মেহের উল্যাহ সেলিম।
রাজশাহী বিভাগ : বগুড়া-৩ থেকে মোছা. আফরিনা পারভিন, বগুড়া-৬ থেকে মো. রাজিব রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে এস এম দুরুল হুদা, রাজশাহী-২ থেকে মোহাম্মদ সামছুল আলম, রাজশাহী-৩ থেকে লুৎফর রহমান, রাজশাহী-৫ থেকে আলতাফ হোসেন মোল্লা, নাটোর-১ থেকে মো. লিয়াকত আলী, নাটোর-৩ থেকে রুস্তম আলী, নাটোর-৪ থেকে রায়হান শাহ, সিরাজগঞ্জ-২ থেকে হাসরত খান ভাসানী, সিরাজগঞ্জ-৬ থেকে কাজী মো. আলামীন, পাবনা-৩ থেকে মাহবুবুর রহমান জয় চৌধুরী, পাবনা-৪ থেকে আলাউদ্দীন (আলতাফ)।
খুলনা বিভাগ : কুষ্টিয়া-১ থেকে মো. অজিম আলী, ঝিনাইদহ-২ থেকে মো. নজরুল ইসলাম।
বরিশাল বিভাগ : বরগুনা-২ থেকে মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, পটুয়াখালী-৩ থেকে মো. নুরে আলম, ভোলা-২ থেকে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বরিশাল-২ থেকে একে ফাইয়াজুল হক সোহেল সামাদ, বরিশাল-৪ থেকে মো. জয়নাল আবেদীন, বরিশাল-৫ থেকে সালমা আক্তার, বরিশাল-৬ থেকে মো. আসাদুজ্জামান, পিরোজপুর-২ থেকে মোহাম্মদ মিজানুর রহমান (সৈয়দ মনির)।
ময়মনসিংহ বিভাগ : জামালপুর-২ থেকে রিপন মিয়া, শেরপুর-১ থেকে আবুল কালাম আজাদ, ময়মনসিংহ-৪ থেকে সেলিম খান, ময়মনসিংহ-৫ থেকে মো. ফিরোজ আলম, ময়মনসিংহ-১০ থেকে মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ-১১ থেকে এবি এম জিয়া উদ্দিন।
ঢাকা বিভাগ : টাঙ্গাইল-৪ থেকে মো. শুকুর মাসুদ, টাঙ্গাইল-৫ থেকে মো. হাসরত খান ভাসানী, টাঙ্গাইল-৬ থেকে আবদুল করিম, টাঙ্গাইল-৭ থেকে মো. আবদুল খালেক, কিশোরগঞ্জ-৬ থেকে হেলাল উদ্দিন, মানিকগঞ্জ-২ থেকে এ কে নাহিদ, মুন্সীগঞ্জ-১ থেকে লতিফ সরকার, মুন্সীগঞ্জ-২ থেকে রিপা আক্তার, মুন্সীগঞ্জ-৩ থেকে মো. দুলাল হোসেন মন্ডল, ঢাকা-১৪ থেকে শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি, ঢাকা-১৫ থেকে মো. সামছুল আলম চৌধুরী, ঢাকা-১৬ থেকে মো. তৌহিদুল ইসলাম, ঢাকা-৩ থেকে মো. আকবর হোসেন, ঢাকা-২০ থেকে মো. মিনহাজ উদ্দিন, ঢাকা-১৩ থেকে মো. সোহেল সামাদ বাচ্চু, ঢাকা-১০ থেকে ফাইয়াজুল হক সোহেল সামাদ, ঢাকা-১১ থেকে ফারাহনাজ হক চৌধুরী, ঢাকা-১৯ থেকে মো. জুলহাস, ঢাকা-১ থেকে সামসুজ্জামান চৌধুরী, ঢাকা-৮ থেকে এনামুল নাসির, ঢাকা-৯ থেকে মো. মাহিদুল ইসলাম, ঢাকা-৫ থেকে মোশারফ হোসেন মিয়া, ঢাকা-১৮ থেকে মিজানুর রহমান, ঢাকা-১৭ থেকে অ্যাড. শাহ আলম, ঢাকা-৭ থেকে মোহাম্মদ আফসার উদ্দিন, ফরিদপুর-১ থেকে মো. নুরুল ইসলাম সিকদার, ফরিদপুর-২ থেকে সেখ শফিকুল ইসলাম, ফরিদপুর-৩ থেকে মো. দেলোয়ার হোসেন, ফরিদপুর-৪ থেকে মো. আলমগীর কবির, মাদারীপুর-২ থেকে ইউসুফ আলী সুমন, গোপালগঞ্জ-৩ থেকে এম নিজাম উদ্দিন লস্কর, নরসিংদী-১ থেকে সুবল ধর, নরসিংদী-২ থেকে কুতুবুদ্দিন, নরসিংদী-৩ থেকে মিরানা জাফরিন চৌধুরী, নরসিংদী-৪ থেকে মোশাররফ হোসেন, নরসিংদী-৫ থেকে আবদুর রহিম, গাজীপুর-২ থেকে এসএম জাহাঙ্গীর আলম, গাজীপুর-৩ থেকে মো. আশরাফুল আলম, গাজীপুর-৪ থেকে মাসুদ চৌধুরী, গাজীপুর-৫ থেকে উর্মি, নারায়ণগঞ্জ-১ থেকে মো. আফাজ উদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ-৩ থেকে মোহাম্মদ আসলাম হোসাইন, নারায়ণগঞ্জ-৪ থেকে মো. সেলিম আহমেদ, নারায়ণগঞ্জ-৫ থেকে ছামছুল ইসলাম।
সিলেট বিভাগ : সুনামগঞ্জ-১ থেকে শাহ নূর আলম, সুনামগঞ্জ-১ থেকে হারিছ মিয়া, সুনামগঞ্জ-৪ থেকে আবুল ফজল মাসউদ, সুনামগঞ্জ-৫ থেকে আবু সালেহ, হবিগঞ্জ-৪ থেকে মো. সারাজ মিয়া।
চট্টগ্রাম বিভাগ : বি-বাড়িয়া-৩ থেকে সোহেল মোল্লা, বি-বাড়িয়া-৪ থেকে সৈয়দ ইমাম মহসীন, ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে জামাল সরকার, বি-বাড়িয়া-৬ থেকে কবির মিয়া, কুমিল্লা-১ থেকে মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা-২ থেকে আবদুস সালাম, কুমিল্লা-৩ থেকে মো. জিয়াউল হক, কুমিল্লা-৪ থেকে মোহাম্মদ শফিউল বাদশা, কুমিল্লা-৫ থেকে মো. খাজা বাকী বিল্লাহ, কুমিল্লা-৬ থেকে মোহাম্মদ আবদুল মজিদ, কুমিল্লা-৭ থেকে মো. সহিদুল্লাহ, কুমিল্লা-৮ থেকে মোজাম্মেল হক বশির, কুমিল্লা-১০ থেকে মো. জামাল উদ্দিন, চাঁদপুর-১ থেকে মো. ইয়াছিন, চাঁদপুর-২ মনির হোসেন, চাঁদপুর-৩ থেকে আ. মালেক মিয়াজী, চাঁদপুর-৪ থেকে মো. মকসুদুর রহমান, চাঁদপুর-৫ থেকে রফিকুল ইসলাম, ফেনী-১ থেকে মো. মাহতাব উদ্দিন, ফেনী-৩ থেকে তবারক হোসেন, লক্ষ্মীপুর-৩ থেকে মো. ইব্রাহিম মিয়া মাইজভান্ডারি, লক্ষ্মীপুর-৪ থেকে অ্যাডভোকেট, সোলেমান হোসেন ইমরান, চট্টগ্রাম-১ থেকে মো. নুরুল করিম আবছার, চট্টগ্রাম-২ থেকে শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি, চট্টগ্রাম-৩ থেকে নুরুল আনোয়ার হিরন, চট্টগ্রাম-৫ থেকে কাজী মহসীন চৌধুরী, চট্টগ্রাম-৬ থেকে মো. বেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ থেকে মো. মোরশেদ আলম, চট্টগ্রাম-৮ থেকে কাজী মহসীন চৌধুরী, চট্টগ্রাম-১০ থেকে তাজ উদ্দিন, চট্টগ্রাম-১১ থেকে মো. মহিউদ্দিন, চট্টগ্রাম-১২ থেকে মাওলানা ওমর ফারুক নঈমী, চট্টগ্রাম-১৩ থেকে মো. আরিফ মঈনুদ্দীন, চট্টগ্রাম-১৪ থেকে সাইফুল ইসলাম সুমন, চট্টগ্রাম-১৫ থেকে আবদুল মান্নান, কক্সবাজার-১ থেকে চৌধুরী আফতাব নূর, কক্সবাজার-৩ থেকে আতাউল্লাহ খান/ নূরুল আলম।
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ
সারাদেশ: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি