নিজস্ব বার্তা পরিবেশক

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

ভোটার আইডি জালিয়াতি করে বিএনপি নেতাদের নামে মনোনয়ন তোলা হচ্ছে : রিজভী

image
ফাইল ছবি

ভোটার আইডি জালিয়াতি করে বিএনপি নেতাদের নামে মনোনয়ন তোলা হচ্ছে : রিজভী

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

ভোটার আইডি জালিয়াতি করে বিএনপি নেতাদের নামে নির্বাচন কমিশন থেকে মনোনয়পত্র তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে তারা (ক্ষমতাসীনরা) প্রতারণা করার চেষ্টা করছে। এই ন্যাশনাল আইডি কার্ড যার, তিনি জানেনই না।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।

রিজভী অভিযোগ করে বলেন, ভোটার আইডির সকল তথ্য সরকারের হাতে, অতএব এটার মাধ্যমে মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে। অথচ তারা এটা জানেই না। কারণ এনআইডির কর্তৃত্ব তো সরকার তথা শেখ হাসিনার হাতে। এটিকে তিনি (শেখ হাসিনা) ব্যবহার করছেন মহাজালিয়াতি করার জন্য।

তিনি বলেন, নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সাহেব তিনি জানেন না- তার নাম দিয়ে, হ্যাক করা ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তার ফরম তোলা হয়েছে। পরে তিনি সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এক দীর্ঘমেয়াদি সংকটের দিকে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছায়, শুধুমাত্র তার ব্যক্তিগতভাবে ক্ষমতা কুক্ষিগত রাখা… একধরনের মানসিক রোগ থেকে তিনি এই কাজটি করছেন।

তিনি আরও বলেন, ন্যূনতম যদি গণতন্ত্রের প্রতি তার আস্থা থাকত, গণতন্ত্রের প্রতি যদি আনুগত্য থাকত, গণতন্ত্রের যে সারবত্তা- তার যে উপাদানগুলো, এটির প্রতি যদি উনার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে আজকে জোর করে জনগণকে থেঁতলে, জনগণকে দুর্মুজপিটা করে তিনি ক্ষমতায় রয়েছেন এবং এটা থাকতে গিয়ে তিনি হত্যা করা থেকে শুরু করে, রক্তপাত থেকে শুরু করে সবকিছুই তিনি করে যাচ্ছেন।

রিজভী বলেন, একটাই উদ্দেশ্য তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। অর্থাৎ ক্ষমতার সোনার হরিণ তিনি তো ধরেই রেখেছেন…এটা যাতে এখন পিছলে না যায়, এটা যেন সবাইকে চমকে দিয়ে বেরিয়ে না পড়ে- এই আশঙ্কায় তিনি আরও বেশি নির্মম, আরও বেশি নির্দয়, আরও বেশি নিষ্ঠুর হয়ে পড়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনা সেই তাণ্ডবই চালাচ্ছেন তার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের ঘটনার বর্ণনা দিতে গিয়ে রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ মহাসমাবেশ ছিল। সমগ্র মানুষ জানে, ওইদিনের নাশকতার সাথে পুলিশের কর্মকর্তারা জড়িত, তারা প্রত্যক্ষভাবে এর মধ্যে জড়িত ছিলেন। ফকিরাপুল অথবা অন্যান্য জায়গায় যেখানে দিয়ে মিছিল আসছিল, ওদিকটাই গোলমাল হয়নি কেনো? এটা কি পূর্বপরিকল্পিত নয়, এটা কি পাতানো ঘটনা নয়?

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কয়েকটি ট্রাক ওদিক থেকে যেতে দেওয়া হলো কেন? আসলে একটি নাশকতার ঘটনা ঘটিয়ে দায় চাপিয়ে বিএনপির সমাবেশকে পণ্ড করা… কিভাবে দায় চাপিয়ে এসব ঘটনা ১৫ বছর যাবৎ এই সরকার করে যাচ্ছে, সেটা দেশের জনগণ ও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো জানে।

রিজভী অভিযোগ করে জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দলটির অন্তত ৩৩৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৯টি মিথ্যা মামলায় ১ হাজার ১৩৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বুধবার ভোর থেকে যে অবরোধ কর্মসূচি শুরু হবে এবং পরদিন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ