image

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন দুই দিনের রিমান্ডে

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে খোকনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে।

আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী, সাজ্জাদ হোসেন, জিল্লুর রহমানসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর সাইফুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকায় ফজলুর রহমান খোকনের বাসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতা চেষ্টার সময় পুলিশের তাড়া খেয়ে অন্যরা পালানোর সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার