image

আসন বণ্টন

সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

জোট শরীকদের আসন বণ্টন করতে আজ সন্ধ্যায় ১৪ দলের শীর্ষনেতারা গণভবনে বৈঠকে বসবেন। ১৪ দলের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জোট শরীকদের একটি আসন ছেড়ে বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দলেরও একটি আসন ছেড়েছে দলটি। কিন্তু ১৪ দলের অন্যান্য শরীক বা মহাজোট শরীকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

এ নিয়ে বেশ বেকায়দায় জোট শরীকরা। এরই মধ্যে শরীকদের কথা শুনতে ও তাদের আসন বণ্টনে ডেকেছেন জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সভাপতিত্বে সন্ধ্যায় ওই বৈঠক হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

» নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ বললেন ফখরুল

সম্প্রতি