মঙ্গলবার বিরতি দিয়ে আবারও দুই দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দশম দফায় বুধবার ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (০৪ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সভায় এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণায় আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার ( ৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি। এ ছাড়া ১০ ডিসেম্বর মানববন্ধনের কর্মসূচিও রয়েছে।
রিজভী জানান, ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতা-কর্মীর পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবে।
সারাদেশ: ডিমলায় তীব্র শীতে স্থবির জনজীবন
ক্যাম্পাস: জকসু নির্বাচন স্থগিত
সারাদেশ: আদমদীঘিতে ভটভটি উল্টে দুইজন নিহত