সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

জাপার চুন্নুর প্রার্থিতা ঠেকাতে আ’লীগের নাসিরুলের আবেদন

জাপার চুন্নুর প্রার্থিতা ঠেকাতে আ’লীগের নাসিরুলের আবেদন

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান।

যাচাই-বাছাইয়ে ওই আসনে চুন্নুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে হলফনামায় ‘অসত্য তথ্য’ দেয়ায় নাসিরুলের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিলের পর মূল প্রতিপক্ষ প্রার্থী চুন্নুকে আটকাতে আবেদনও করলেন নাসিরুল।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ‘জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ (৫)-এর অধীনে’ চুন্নুর প্রার্থিতা ‘বৈধ’ ঘোষণা বাতিল চেয়ে আপিল করেন তিনি। আপিলে চুন্নুর বিরুদ্ধে ‘ঋণখেলাপির’ অভিযোগ আনা হয়েছে। যার তথ্য চুন্নু তার হলফনামায় উল্লেখ করেননি বলে আবেদনে বলা হয়েছে।

আবেদনের সঙ্গে ব্যাংক থেকে নেয়া ঋণ খেলাপের তথ্য যুক্ত করে জমা দেন নাসিরুল। তিনি অভিযোগ করেন, মুজিবুল হক চুন্নু ঋণখেলাপি হয়েও ‘তথ্য গোপন করে’ কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নের বৈধতা পেয়ে যান।

আপিলে বলা হয়েছে, মানিকগঞ্জের আলবাটর ফ্যাশন লিমিটেডের নামে রূপালী ব্যাংক পুরানা পল্টন করপোরেট শাখা থেকে মুজিবুল হক চুন্নু ব্যক্তিগত গ্যারান্টার হয়ে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণ তুলে দেন। দীর্ঘদিন থেকে ওই ঋণটি খেলাপি হয়ে আছে।

‘ওই ঋণের ব্যক্তিগত গ্যারান্টার মুজিবুল হক চুন্নু। বিষয়টি তিনি তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেননি। তিনি তথ্য গোপন করেছেন। তার মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মুজিবুল হক চুন্নু। যার জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া দরকার।’

১৯৮৬ ও ১৯৮৮ সালে এই আসন থেকে জাপার প্রার্থী হিসেবে এমপি হন চুন্নু। বিগত তিনটি নির্বাচনে একই আসন থেকে এমপি হন। এই তিনবারই চুন্নু মহাজোটের প্রার্থী হওয়ার কারণে মনোনয়ন প্রত্যাহার করতে হয় নাসিরুলকে।

এবার দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে উপজেলার চেয়ারম্যানের পদ ছেড়ে দেন নাসিরুল। কিন্তু ২০১৪ সালের একটি মামলায় এজহারনামীয় আসামি ছিলেন তিনি। পরে চার্জশিট থেকে তার নাম বাদ দেয়া হয়।

ওই চার্জশিটের তথ্য হলফনামায় উল্লেখ না করায় চুন্নুর লোকজনের আপত্তির মুখে নাসিরুলের মনোনয়ন বাতিল হয়। তবে গত ৫ ডিসেম্বর আপিল করেছেন তিনি। আর শুক্রবার চুন্নুর মনোনয়ন বাতিলেও আবেদন করেন তিনি।

নাসিরুলের আইনজীবী জিশান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আগামী ১৩ তারিখ আপিলের শুনানি। ১৫ তারিখের মধ্যে রায় হবে। আমরা শতভাগ আশাবাদী মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল হবে।’

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ