image

পঙ্কজের প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী শাম্মী

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ।

শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন। আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে আওয়ামী লীগ যে মনোনয়ন দিয়েছে, সেখানে ৭১ জন বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। এদের একজন পঙ্কজ নাথ। সেখানে প্রার্থী করা হয় আওয়ামী লীগের এক সময়ের ডাকসাইটে নেতা মহিউদ্দিন আহমেদের মেয়ে শাম্মীকে।

তবে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিন পঙ্কজের আবেদনে শাম্মীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

তিনি সেদিন বলেন, শাম্মী আহম্মেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।”

এই আদেশের বিরুদ্ধে সেদিনই আপিল করার কথা জানিয়েছিলেন শাম্মীর বড় ভাই শাহাব উদ্দিন আহমেদ।

এর আগে গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

‘রাজনীতি’ : আরও খবর

» ‘নির্বাচন যত সহজ ভাবছেন তা নয়’, নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান

» নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

» নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ বললেন ফখরুল

সম্প্রতি