image

দ্বৈত নাগরিকত্ব থাকায় নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, পংকজের বৈধ

সংবাদ অনলাইন রিপোর্ট

দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে বর্তমান বৈধ ঘোষণা করা হয়েছে সংসদ সদস্য পংকজ নাথের মনোনয়নপত্র।

সোমবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় জেলা প্রশাসনের সভাকক্ষে শাম্মীর প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন বরিশাল জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এর আগে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে আলোচিত এ দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মীর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী, শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে। ৬৬–এর (২) (গ) অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার কলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না।

বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ এবার দলীয় মনোনয়ন পাননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়।

এছাড়া জাতীয় নির্বাচনে আরও ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল-৪ আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে স্বামী, ১০ আসনে স্ত্রী প্রার্থী

» আজ ফের ইসি ঘেরাও করবে ছাত্রদল

সম্প্রতি