image

১৩ বিএনপিকর্মীর ‘কারাগারে মৃত্যুর’ তদন্ত চেয়ে হাই কোর্টে রিট

রোববার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে দেশের ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের করা এই রিট আবেদনে বিএনপির ওই ১৩ নেতাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি)বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছে।

কারাগারে মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চাইতে হাই কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে ওই আবেদনে।

ব্যারিস্টার কায়সার কামাল আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করা হয়েছে। খুব শিগগিরই শুনানি হবে। রিটে কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় বিবাদীদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি আরো বলেন, “গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আন্দোলন করায় গত কয়েক মাসে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে কারাগারে এত মানুষের মৃত্যুর নজির নেই। কারাগারে যারা মারা গেছেন, তারা আটক থাকার সময় সুস্থ ছিলেন।”

স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এই রিট মামলায়।

কায়সার কামাল বলেন, আবেদনটি কজ লিস্টে অন্তর্ভুক্ত হলে তখন শুনানি হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, দাবি আবদুল কাদেরের

সম্প্রতি