পিলখানা হত্যাকাণ্ড: খালেদা জিয়া আগেই জানতেন দাবি আওয়ামী লীগ নেতার

রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির নেত্রী খালেদা জিয়া ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটবে এটা আগেই জানতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

আজ রোববার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, ‘আমরা জানি যে বেগম জিয়া সেদিন ঘটনার কিছুক্ষণ পূর্বে তার বাসা থেকে একটি গাড়িতে করে কোনো গাড়িবহর ছাড়াই বের হয়ে যান। এতে প্রমাণিত যে তিনি জানতেন ঘটনা ঘটবে।‘

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে।

‘এ ঘটনার বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সে জন্য কাজ চলছে। ’

তবে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ফারুক খানের মন্তব্যের বিষয়ে বলেন, ‘বিচারকার্যে হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত নয়।’

‘রাজনীতি’ : আরও খবর

» কুমিল্লার ১১টি আসনের ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১

» জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ও ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

» ইসলামের দোহাই দিয়ে ধর্মকে বিক্রি করা হচ্ছে: সালাহউদ্দিন

সম্প্রতি