alt

রাজনীতি

আড়াইহাজার উপজেলা: হুইপ নজরুলের বিরুদ্ধে ইসিতে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : মঙ্গলবার, ১৪ মে ২০২৪

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের চারবারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া। কমিশনে নজরুলের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শাহজালাল।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া। এর আগে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন আনারস প্রতীকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কাজী সুজন ইকবাল এবং ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মী প্রাথীতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনজন নির্বাচনের মাঠে আছেন। বাকিরা সরে দাঁড়িয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। দু’জনই স্থানীয়ভাবে হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন বলে পরিচিত।

চেয়ারম্যান প্রার্থী শাহজালালের অভিযোগ, এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হলেও সাইফুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। স্থানীয়ভাবে প্রভাবশালী এই সংসদ সদস্য পছন্দের এই প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে নিয়মিত সভা-সমাবেশে উপস্থিত থাকছেন এবং হুমকির সুরে বক্তব্য দিচ্ছেন।

গত সোমবার নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগে শাহজালাল বলেন, ‘নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোায়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাশ করাতে হবে। হুইপ বাবু ‘ক্ষমতা, অর্থসহ, সকল প্রশাসন আমি দেখবো’ বলে তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছে। আমার কর্মী-সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হচ্ছে।

‘হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি-ধমকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও আমার কর্মী-সমর্থক ও সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে’, বলে অভিযোগ করেন দোয়াত-কলম প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী।

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধি অনুযায়ী হুইপ নজরুল ইসলাম বাবু ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কমিশনে দেওয়া অভিযোগের সাথে নজরুল ইসলাম বাবুর প্রচারণায় অংশ নেওয়া এবং সেখানে দেওয়া বক্তব্যের ভিডিও এবং সংবাদমাধ্যমের কপিও সংযুক্ত করেছেন।

মুঠোফোনে শাহজালাল মিয়া বলেন, ‘আমি ১৭ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। বর্তমানে সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার উপর তিনি জাতীয় সংসদের হুইপও হয়েছেন। উনি সববিষয়ে প্রভাব রাখেন। আমরা কখনও দ্বিমত করিনি। দলীয়ভাবে যে নৌকা পাইছে তার পক্ষে কাজ করছি। কিন্তু এইবার তো আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাাসিনা নিজেই সবার অংশগ্রহণের জন্য কোন প্রতীক দেন নাই। তাই আমরাও নির্বাচনে দাঁড়াইছি। কিন্তু একজন সংসদ সদস্য এবং হুইপ হইয়া উনি এইভাবে একজন প্রার্থীর পক্ষ হইয়া হুমকি-ধমকি দেন তাহলে তো আর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকে না।’

এই প্রার্থী আরও বলেন, ‘প্রতিদিনই নজরুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় স্বপনের পক্ষে নির্বাচনী সভা ও প্রচারণায় অংশ নিচ্ছেন। অথচ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রশাসনের কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। আজকেও (মঙ্গলবার) উপজেলার মারুয়াদি এলাকায় স্বপনের পক্ষে একটি সভা করেছেন নজরুল ইসলাম বাবু। আমি আশা করবো নেত্রী যেমন ফিল্ড ওপেন রাখছেন তেমনি এমপি সাহেবও যেন নিরব থাকেন। কারও পক্ষ না নিয়ে কে জিতে সেইটা উনি দেখুক।’

যদিও এই বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আড়াইহাজার উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশন মো. আলমগীর স্যার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানতে পেরেছি। এক্ষেত্রে ব্যবস্থা নিবে কমিশন। তবে নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

এদিকে, আজ মঙ্গলবার কমিশনে আরেকটি অভিযোগ দেন প্রার্থী শাহজালাল মিয়া। কমিশনকে তিনি জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হুইপ নজরুল ইসলাম বাবু। নিরপেক্ষতার শঙ্কা প্রকাশ করে তিনি এসব প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণের দিন প্রিসাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী উপজেলা থেকে কর্মকর্তাদের দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন।

ছবি

‘যুবলীগ-শ্রমিক লীগই’ পরিবহনে বোমা মেরে বিরোধীদের মামলা দিত

ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজ

ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের শ্রদ্ধা প্রয়োজন: রুহুল কবির রিজভী

ছবি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যথাযথ ও সময়োপযোগী: মির্জা ফখরুল

ছবি

আশুলিয়ায় বিএনপি’র শ্রমিক সমাবেশে হট্টগোল,আহত-৫

ছবি

এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি করা হচ্ছে - শিবচরে নুরুল হক নূর

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্য সচিবকে দলীয় কর্মীদের মারধর

ছবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বামী–সন্তানের ব্যাংকের তথ্য তলব

ছবি

বিএনপির আহমেদ আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ছবি

নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: পদত্যাগের সম্ভাবনা

ছবি

মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের ওপর আঘাতকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির

ছবি

বহিষ্কৃত বিএনপি নেতা ফখর উদ্দিনের বিরুদ্ধে মামলা

ছবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

ছবি

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলেন তারেক রহমান

একে একে নিবন্ধন পাচ্ছে আগে বাতিল দলগুলো

ছবি

বিএনপির দুই শীর্ষ নেতার কাছে ব্যাখ্যা তলব

ছবি

ইসির নিবন্ধন পেল নাগরিক ঐক্য

ছবি

ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

ছবি

ফের ৩ দিনের রিমান্ডে গোলাপ

ছবি

এস আলম গ্রুপের গাড়িতে বিএনপি নেতা সালাহউদ্দিন, নিলেন সংবর্ধনা

ছবি

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাংলাদেশ গড়ার শপথ

ছবি

নতুন স্বাধীনতা অর্জনে ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি : মির্জা ফখরুল

ছবি

নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ছবি

চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা

‘যৌক্তিক সময়ের’ মধ্যে নির্বাচন দাবি বেশিরভাগ দলের

ছবি

সংলাপে একাধিক দাবি, কিন্তু নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়নি

ছবি

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন: মির্জা ফখরুল

ছবি

ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের ওপর আঘাত করবে : ফখরুল

ছবি

ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব : দুদু

ছবি

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে আরেকটি মামলা

ছবি

টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় আসা দুর্ভাগ্য

ছবি

বিএনপিতে দুষ্কৃতকারীর স্থান নেই: তারেক রহমান

ছবি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগী মন্ত্রীদের শেয়ারবাজারের বিও হিসাব জব্দ

ছবি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: ফখরুল

ছবি

যৌক্তিক সময়ে নির্বাচন চান আমীর খসরু

ছবি

ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক খান-জিয়াউল

tab

রাজনীতি

আড়াইহাজার উপজেলা: হুইপ নজরুলের বিরুদ্ধে ইসিতে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের চারবারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া। কমিশনে নজরুলের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শাহজালাল।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া। এর আগে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন আনারস প্রতীকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কাজী সুজন ইকবাল এবং ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মী প্রাথীতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনজন নির্বাচনের মাঠে আছেন। বাকিরা সরে দাঁড়িয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। দু’জনই স্থানীয়ভাবে হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন বলে পরিচিত।

চেয়ারম্যান প্রার্থী শাহজালালের অভিযোগ, এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হলেও সাইফুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। স্থানীয়ভাবে প্রভাবশালী এই সংসদ সদস্য পছন্দের এই প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে নিয়মিত সভা-সমাবেশে উপস্থিত থাকছেন এবং হুমকির সুরে বক্তব্য দিচ্ছেন।

গত সোমবার নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগে শাহজালাল বলেন, ‘নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোায়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাশ করাতে হবে। হুইপ বাবু ‘ক্ষমতা, অর্থসহ, সকল প্রশাসন আমি দেখবো’ বলে তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছে। আমার কর্মী-সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হচ্ছে।

‘হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি-ধমকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও আমার কর্মী-সমর্থক ও সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে’, বলে অভিযোগ করেন দোয়াত-কলম প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী।

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধি অনুযায়ী হুইপ নজরুল ইসলাম বাবু ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কমিশনে দেওয়া অভিযোগের সাথে নজরুল ইসলাম বাবুর প্রচারণায় অংশ নেওয়া এবং সেখানে দেওয়া বক্তব্যের ভিডিও এবং সংবাদমাধ্যমের কপিও সংযুক্ত করেছেন।

মুঠোফোনে শাহজালাল মিয়া বলেন, ‘আমি ১৭ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। বর্তমানে সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার উপর তিনি জাতীয় সংসদের হুইপও হয়েছেন। উনি সববিষয়ে প্রভাব রাখেন। আমরা কখনও দ্বিমত করিনি। দলীয়ভাবে যে নৌকা পাইছে তার পক্ষে কাজ করছি। কিন্তু এইবার তো আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাাসিনা নিজেই সবার অংশগ্রহণের জন্য কোন প্রতীক দেন নাই। তাই আমরাও নির্বাচনে দাঁড়াইছি। কিন্তু একজন সংসদ সদস্য এবং হুইপ হইয়া উনি এইভাবে একজন প্রার্থীর পক্ষ হইয়া হুমকি-ধমকি দেন তাহলে তো আর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকে না।’

এই প্রার্থী আরও বলেন, ‘প্রতিদিনই নজরুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় স্বপনের পক্ষে নির্বাচনী সভা ও প্রচারণায় অংশ নিচ্ছেন। অথচ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রশাসনের কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। আজকেও (মঙ্গলবার) উপজেলার মারুয়াদি এলাকায় স্বপনের পক্ষে একটি সভা করেছেন নজরুল ইসলাম বাবু। আমি আশা করবো নেত্রী যেমন ফিল্ড ওপেন রাখছেন তেমনি এমপি সাহেবও যেন নিরব থাকেন। কারও পক্ষ না নিয়ে কে জিতে সেইটা উনি দেখুক।’

যদিও এই বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আড়াইহাজার উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশন মো. আলমগীর স্যার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানতে পেরেছি। এক্ষেত্রে ব্যবস্থা নিবে কমিশন। তবে নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

এদিকে, আজ মঙ্গলবার কমিশনে আরেকটি অভিযোগ দেন প্রার্থী শাহজালাল মিয়া। কমিশনকে তিনি জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হুইপ নজরুল ইসলাম বাবু। নিরপেক্ষতার শঙ্কা প্রকাশ করে তিনি এসব প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণের দিন প্রিসাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী উপজেলা থেকে কর্মকর্তাদের দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন।

back to top