image

সখীপুরে সংসদ সদস্যের জিহ্বা কাটার হুমকিতে উপজেলা আ.লীগের প্রতিবাদ সভা

প্রতিনিধি, সখীপুর(টাঙ্গাইল)

টাঙ্গাইল সখীপুরে সংসদ সদস্যের জিহ্বা কাটার হুমকিতে উপজেলা আ.লীগ প্রতিবাদ সভা করেছে। আজ বুধবার (১৫ মে) উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠনের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংসদ সদস্যকে পিছিয়ে কুরুচি মূলক বক্তব্যের জন্য শাস্তি দাবি করে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে ।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ইয়ারুম ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজী বাদল, ইউপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার (১১ মে) বিকেলে এ যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়কে জিহ্বা কাটার হুমকি দেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু।

‘রাজনীতি’ : আরও খবর

» ড. মঈন খান ও গোলাম সারোয়ারের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

» প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দেয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

» শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

» পঞ্চগড়-১ আসন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির সারজিস ও বিএনপির নওশাদকে শোকজ

» ছয় সমস্যা সমাধানের পথ দেখিয়ে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার

» শিশুদের সঠিক বিকাশে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ করার অঙ্গীকার তারেক রহমানের

সম্প্রতি