image

প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান।

রোববার বিকেলে আসন্ন আগামী ২১ মে তারিখে অনুষ্ঠিতব্য সালথা উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতা বর্জনের ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় অ্যাড. শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার ওয়াহিদুজ্জামান জানান, সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর প্রভাব বিস্তার এবং অন্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াদুদ মাতুব্বরের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তার নিজের প্রার্থিতা বর্জনের ঘোষণা দেন।

‘রাজনীতি’ : আরও খবর

» সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, ঘটনা ছিল বানোয়াট: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

» মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল জমা অব্যাহত

» একাত্তর বাদ দিলে অস্তিত্ব থাকে না: গণতান্ত্রিক যুক্তফ্রন্টকে তারেক

সম্প্রতি