মিঠাপুকুরে জাল ভোট দেবার সময় এরমপির ভাই সহ ৩ জন আটক

জেলা বার্তা পরিবেশক, রংপুর

মিঠাপুকুর উপজেলা নির্বাচনে এমপির ছোটভাইয়ের নেতৃত্বে জোর করে ব্যালট পেপার কেড়ে নিয়ে সীল মারার সময় এমপির ছোট ভাই জাহিদ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার শঠিবাড়ি কলেজ ভোট কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। রংপুর ৫ আসনের স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদের নেতৃত্বে ৭/৮ জন যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপার কেড়ে নিয়ে সীল মারার সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস হোসেন।

পুলিশ জানান আজ সকাল পৌনে ১০ টার দিকে স্বতন্ত্র এমপি জাকির হোসেনের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামু হেলিকপ্টার মার্কার পক্ষে এমপির ছোট ভাই জাহিদ হোসেনের নেতৃত্বে ৭/৮ জন যুবক শঠিবাড়ি ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাঁধা দিরেলও এমপির ছোট ভাই তাদের সাথে চরম অশোভন আচরন করে। এরপর ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নিয়ে হেলিকপ্টার মার্কায় সীল দিতে থাকে। এ সময় কর্তব্যরত পুলিং অফিসার,প্রিজাইডিং অফিসার ও পুলিশ ওই ভোট কেন্দ্রে এসে এমপির ভাই জাহিদ সহ তিনজনকে আটক করে। বাকী দুজন হলেন রুমান মিয়া ও বাদশা মিয়া। দুজনের বাড়ি শঠিবাড়ি দূর্গাপুর গ্রামে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস আহাম্মেদ এমপির ছোট ভাই জাহিদ সহ তিনজনকে আটক করার কথা স্বীকার করে বলেন এমপির ভাইয়ের নেতৃত্বে ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে ভোট দিয়েছে। তিনি জানান সহকারী রিটানিং অফিসার সহ ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট এ বিষয়ে আলোচনা করে ব্যাবস্থা নেবেন।

‘রাজনীতি’ : আরও খবর

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি