ভোলায় নির্বাচন শেষ হওযার এক ঘন্টা আগে শান্তিরহাট প্রাথমিক স্কুল কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন হঠাৎ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রউন্ড গুলি ছুড়েন। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। আটক করা হয় ৩ জনকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এসিল্যান্ড, ভোলা সদর) আটক মোঃ শাহীন ও মোঃ আবিরকে ৭ দিন করে জেল ও অপ্রাপ্ত বয়স হওয়ায় এক জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ছাড়া ভোলা সদর উপজেলায় শিবপুর ইউনিযনের রতনপুর মাধ্যমিক স্কুল কেন্দ্রের বাইরে প্রার্থীর পক্ষে শ্লোগান দেয়া নিয়ে আনরস ও মটর সাইকেল প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওযা পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ করা হয়। এতে আতংক ছড়িয়ে পড়ে। পরে জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়তন্ত্রে আনেন। এছাড়া বাপ্তাসহ কয়েক কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ৩ জন আটক করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো
বিজ্ঞান ও প্রযুক্তি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্রেস্ট উদ্বোধন