image

নোয়াখালীতে ৬ নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার, যুবকের জরিমানা

মঙ্গলবার, ২১ মে ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

দ্বিতীয় ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় দায়ে এক যুবককে জরিমানা এবং সহযোগিতা অভিযোগে ছয় নির্বাচন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়।

ওই ইউনিয়নের হাবিব উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটকরা হলেন- ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও মো. কামাল উদ্দিন এবং পোলিং কর্মকর্তা মো. সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন মো. জাকির হোসাইনের স্টোনো মো. হারুন বলেন, “জাল ভোট দেওয়ায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার পোলিং কর্মকর্তাকে নিয়মিত মামলার জন্য সোনাইমুড়ী থানায় পাঠানো হয়েছে। ”

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন বলেন, দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার পোলিং কর্মকর্তাকে থানায় আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

সম্প্রতি