সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২১ মে ২০২৪

দ্বিতীয় ধাপেও ভোটের খরা

image
মঙ্গলবার নোয়াখালীর একটি ভোটকেন্দ্র-সংবাদ

দ্বিতীয় ধাপেও ভোটের খরা

মঙ্গলবার, ২১ মে ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) সারাদেশে ১৫৬ উপজেলা পরিষদে ভোট হয়েছে। বিক্ষিপ্ত কিছু সংঘাত, কেন্দ্র দখল, জালভোট, এজেন্ট বের করে দেয়া এবং কিছু জায়গায় অনিমের খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ধাপের ভোট শেষ হয়েছে। সংবাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভোট শেষে একজন প্রার্থীর সমর্থককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল থেকে দিনভর দেশের ১৫৬ উপজেলায় ভোট হয়। এর মধ্যে ২৪ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হয়েছে।

প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রতন কৃষ্ণ দাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সত্যজিৎ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ওই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ ওঠে।

আ’লীগ নেতাকে কারাদণ্ড
বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে চিতলমারী উপজেলার কলাতলা ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম এই আদেশ দেন। কারাদ-প্রাপ্ত প্রফুল্ল কুমার ম-ল উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে কথা বলায় এই সাজা দেয়া হয়।

বিনাভোটে নির্বাচিত
সাতটি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দুটি উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোটের প্রয়োজন পড়েনি।

সিইসি দুষলেন বিএনপিকে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটি বড় দল (বিএনপি) ভোট বর্জন করে ভোটদানে নিরুৎসাহিত করায় উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসছেন না। এটা রাজনৈতিক সংকট। আশা করি, আগামীতে এই সংকট কেটে যাবে। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় ধাপের উপজেলা ভোট শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। দ্বিতীয় ধাপে ৩০ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা দেন সিইসি। তবে প্রকৃত তথ্য বুধবার পাওয়া যাবে বলে জানান তিনি।

কাদের বললেন- বিএনপি, টিআইবি মিথ্যচার করছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপেও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের ‘আগ্রহ নষ্ট করতেই নির্বাচন নিয়ে বিএনপি, টিআইবিসহ কিছু দেশবিরোধী বুদ্ধিজীবী অপপ্রচার আর মিথ্যাচার করছে।’

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে