রাজধানীর তেজগাঁও এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি।
তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (০৭ জুলাই) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিনগত রাতে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫। আশেপাশের লোকজন থেকে জানা গেছে, ওই ব্যক্তির রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ায় বিরল পর্যটন, রাশিয়ার এক নারীর অভিজ্ঞতা