আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দুইদিন আগে ‘হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না’ বলা জয় এখন বলছেন, নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিতে পারেন না।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন জয়।
জয় বলেছেন, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে।
আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না মন্তব্য করে হাসিনাপুত্র জয় বলেন, আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে শেষ করা সম্ভব না।
জয় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।
আলোচনা করতে প্রস্তুত জানিয়ে জয় বলেন, বর্তমানে যারাই আছে ক্ষমতায়, তাদের বলব- আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই- জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়।
সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।
ভিডিও বার্তার সঙ্গে দেওয়া স্ট্যাটাসে জয় বলেন, ‘সাধারণ মানুষ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশের মানুষের সাথে আছে।’
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দুইদিন আগে ‘হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না’ বলা জয় এখন বলছেন, নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিতে পারেন না।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন জয়।
জয় বলেছেন, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে।
আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না মন্তব্য করে হাসিনাপুত্র জয় বলেন, আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে শেষ করা সম্ভব না।
জয় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।
আলোচনা করতে প্রস্তুত জানিয়ে জয় বলেন, বর্তমানে যারাই আছে ক্ষমতায়, তাদের বলব- আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই- জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়।
সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।
ভিডিও বার্তার সঙ্গে দেওয়া স্ট্যাটাসে জয় বলেন, ‘সাধারণ মানুষ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশের মানুষের সাথে আছে।’