alt

ছাত্র-তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে : খালেদা জিয়া

মহসীন ইসলাম টুটুল : বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া-সংবাদ

সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’ দীর্ঘ প্রায় ৭ বছর পর বিএনপির সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিলেন। বক্তব্যে প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। সমাবেশে যোগ দেন দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। তারেক রহমানের বক্তব্যের পর হাসপাতালে থাকা খালেদা জিয়ার ছবি মঞ্চের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠলে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। দিকনির্দেশনামূলক বক্তব্যে খালেদা জিয়া সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

এ সময় দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘আমি কারাবন্দী থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’

নেতাকর্মী ও ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম ও বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আটক হওয়ার পর দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। সাময়িক মুক্তি মিললেও সরকারের শর্তের কারণে তাকে গুলশানের বাড়িতে একপ্রকার বন্দিজীবনে থাকতে হয়েছে। এই সময়ে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার পুরোপুরি মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই বক্তব্য দেন তিনি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে আছেন তিনি। তাই হাসপাতাল থেকেই ভিডিওর মাধ্যমে নেতাকর্মী ও জনতার উদ্দেশে এই বক্তব্য দেন তিনি।

বিএনপির বুধবারের সমাবেশ কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশ কেন্দ্রীয় নেতা যোগ দেন।

সিনিয়র নেতাদের বক্তব্যের পর ভিডিও কলে বক্তব্য দেন সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান। আদালতের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর তারেক রহমানের বক্তব্য দেশের কোনো সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি। সর্বশেষ গতবছরের ১৮ অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির বিশাল সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান বক্তব্য দেন এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন। তার এই বক্তব্য ওই সময়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে, ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন। এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এ মানুষগুলো অমর হয়ে থাকবেন।’ তিনি বলেন, ‘ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এ জন্য গণতন্ত্রকামী সব দলমত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই।’

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের এত বড় অর্জন বিনষ্ট হতে দিতে পারি না। প্রশাসনের প্রতি আহ্বান আইনশৃংখলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করুণ। কারও প্রতি যেন অবিচার না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। সবার আগে নিশ্চিত করতে হবে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার পাড়া প্রতিবেশীকে বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি।’

শেখ হাসিনার পালানোর পর একটি চক্র দেশের পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়। শেখ হাসিনা বিনাভোটে থাকার জন্য আইনশৃংখলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মুহূর্ত থেকে পুলিশ কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন।’

তারেক রহমান বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবের নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়।’ মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

সরকারবিহীন দেশে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা এসব করছে, তারা দলের কেউ নয়, দুর্বৃত্ত এবং শেখ হাসিনার দোসর। তারা বিজয় ছিনিয়ে নিতে চায়।’

সেনাবাহিনী ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের জনগণ মালিকানা ফিরে পেয়েছে, দ্বিতীয় বারের মত মুক্ত হয়েছে। এতো হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনো হয়নি।’ তিনি বলেন, ‘যে পরিবর্তন আনার জন্য আন্দোলন, সেটা পূরণ করতে হবে। যেই নতুন বাংলাদেশের চিত্র মানুষ দেখতে চায়, তাই করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ছবি

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ও গণভোট প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো

ছবি

রাজশাহীতে এনসিপি নেত্রীর আকস্মিক পদত্যাগ

ছবি

জামায়াতসহ কয়েক দলের যুগপৎ আন্দোলনের জবাব রাজপথেই দেবে বিএনপি: সালাহউদ্দিন

ছবি

খালেদা জিয়ার ভাগ্নে শাহরিনকে আহ্বায়ক করে এইবির নতুন কমিটি

ছবি

নাশকতার দুই মামলা থেকে ফখরুল ও আব্বাসসহ ১০৬ জনকে অব্যাহতি

ছবি

এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে: মির্জা ফখরুল

ছবি

অভিন্ন দাবিতে তিন ইসলামী দলের যুগপৎ কর্মসূচি ঘোষণা

ছবি

যুগপতে পাঁচ দাবিতে জামায়াতের তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ছবি

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন যোগ দিলেন জামায়াতে

ছবি

তারেকের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাবরের আলোচনা

ছবি

যুগপতে কারা থাকছে ঠিক হয়নি, তবে খেলাফতের কর্মসূচি ঘোষণা

জামায়াতের আযাদ: মুক্তিযুদ্ধ না মানলে ‘বাংলাদেশ অস্বীকার করা হবে’

ছবি

জুলাই সনদের গেরো: এবার আদালতের মত নিতে বলল বিএনপি

ছবি

‘জুলাই সনদ’ স্বাক্ষরে রাজি বিএনপি, তবে আইনি ভিত্তি নিয়ে মতভেদ

ছবি

ডাকসু-জাকসু নির্বাচনে ‘মাস্টার প্ল্যান’ প্রশ্ন তুললেন রিজভী

ছবি

মৌলবাদীরা ‘বেহেশতের টিকেট’ বিক্রি করছে: বিএনপির গয়েশ্বর

ছবি

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি

ছবি

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খেলাফত মজলিসের তিন দিনের কর্মসূচি

ছবি

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান এবার তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার

ছবি

রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাস্তুতন্ত্রও নিরাপদ থাকবে: তারেক রহমান

ছবি

সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

ছবি

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে পশু-পাখি ও বাস্তুতন্ত্রের অধিকার নিশ্চিত হবে: তারেক রহমান

ছবি

বসুন্ধরায় গোপন বৈঠক: ময়মনসিংহ জেলা আ.লীগ নেতার দোষ স্বীকার

ছবি

ঢাকার আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ছবি

আওয়ামী লীগ লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে: মঈন খান

ছবি

ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেকের আহ্বান

ছবি

বাংলাদেশের সংবিধানে শ্রমিক, জনতার অধিকার নিশ্চিত করা হয়নি: এনসিপি

ছবি

নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

ছবি

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: বিএনপি

ছবি

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গাজীপুরে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামিক আন্দোলন

ছবি

নির্বাচনের আগে পরিবেশ সৃষ্টি জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

ছবি

সংবিধান সংশোধন: মৌলিক সংস্কার বাস্তবায়ন পদ্ধতিতে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর

ছবি

বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়বে: আনিসুল ইসলাম

ছবি

‘জুলাই সনদ’ বাস্তবায়নে কোনো কিছু চাপিয়ে দেবে না কমিশন: আলী রীয়াজ

ছবি

ডাকসু জয়ে ছাত্র শিবিরকে অভিনন্দন পাকিস্তানের জামায়াতে ইসলামীর

ছবি

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ পদত্যাগ ঘোষণা

tab

ছাত্র-তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে : খালেদা জিয়া

মহসীন ইসলাম টুটুল

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া-সংবাদ

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’ দীর্ঘ প্রায় ৭ বছর পর বিএনপির সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিলেন। বক্তব্যে প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। সমাবেশে যোগ দেন দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। তারেক রহমানের বক্তব্যের পর হাসপাতালে থাকা খালেদা জিয়ার ছবি মঞ্চের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠলে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। দিকনির্দেশনামূলক বক্তব্যে খালেদা জিয়া সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

এ সময় দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘আমি কারাবন্দী থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’

নেতাকর্মী ও ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম ও বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আটক হওয়ার পর দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। সাময়িক মুক্তি মিললেও সরকারের শর্তের কারণে তাকে গুলশানের বাড়িতে একপ্রকার বন্দিজীবনে থাকতে হয়েছে। এই সময়ে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার পুরোপুরি মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই বক্তব্য দেন তিনি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে আছেন তিনি। তাই হাসপাতাল থেকেই ভিডিওর মাধ্যমে নেতাকর্মী ও জনতার উদ্দেশে এই বক্তব্য দেন তিনি।

বিএনপির বুধবারের সমাবেশ কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশ কেন্দ্রীয় নেতা যোগ দেন।

সিনিয়র নেতাদের বক্তব্যের পর ভিডিও কলে বক্তব্য দেন সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান। আদালতের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর তারেক রহমানের বক্তব্য দেশের কোনো সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি। সর্বশেষ গতবছরের ১৮ অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির বিশাল সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান বক্তব্য দেন এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন। তার এই বক্তব্য ওই সময়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে, ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন। এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এ মানুষগুলো অমর হয়ে থাকবেন।’ তিনি বলেন, ‘ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এ জন্য গণতন্ত্রকামী সব দলমত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই।’

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের এত বড় অর্জন বিনষ্ট হতে দিতে পারি না। প্রশাসনের প্রতি আহ্বান আইনশৃংখলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করুণ। কারও প্রতি যেন অবিচার না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। সবার আগে নিশ্চিত করতে হবে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার পাড়া প্রতিবেশীকে বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি।’

শেখ হাসিনার পালানোর পর একটি চক্র দেশের পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়। শেখ হাসিনা বিনাভোটে থাকার জন্য আইনশৃংখলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মুহূর্ত থেকে পুলিশ কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন।’

তারেক রহমান বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবের নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়।’ মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

সরকারবিহীন দেশে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা এসব করছে, তারা দলের কেউ নয়, দুর্বৃত্ত এবং শেখ হাসিনার দোসর। তারা বিজয় ছিনিয়ে নিতে চায়।’

সেনাবাহিনী ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের জনগণ মালিকানা ফিরে পেয়েছে, দ্বিতীয় বারের মত মুক্ত হয়েছে। এতো হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনো হয়নি।’ তিনি বলেন, ‘যে পরিবর্তন আনার জন্য আন্দোলন, সেটা পূরণ করতে হবে। যেই নতুন বাংলাদেশের চিত্র মানুষ দেখতে চায়, তাই করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

back to top