alt

রাজনীতি

ছাত্র-তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে : খালেদা জিয়া

মহসীন ইসলাম টুটুল : বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া-সংবাদ

সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’ দীর্ঘ প্রায় ৭ বছর পর বিএনপির সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিলেন। বক্তব্যে প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। সমাবেশে যোগ দেন দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। তারেক রহমানের বক্তব্যের পর হাসপাতালে থাকা খালেদা জিয়ার ছবি মঞ্চের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠলে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। দিকনির্দেশনামূলক বক্তব্যে খালেদা জিয়া সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

এ সময় দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘আমি কারাবন্দী থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’

নেতাকর্মী ও ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম ও বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আটক হওয়ার পর দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। সাময়িক মুক্তি মিললেও সরকারের শর্তের কারণে তাকে গুলশানের বাড়িতে একপ্রকার বন্দিজীবনে থাকতে হয়েছে। এই সময়ে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার পুরোপুরি মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই বক্তব্য দেন তিনি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে আছেন তিনি। তাই হাসপাতাল থেকেই ভিডিওর মাধ্যমে নেতাকর্মী ও জনতার উদ্দেশে এই বক্তব্য দেন তিনি।

বিএনপির বুধবারের সমাবেশ কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশ কেন্দ্রীয় নেতা যোগ দেন।

সিনিয়র নেতাদের বক্তব্যের পর ভিডিও কলে বক্তব্য দেন সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান। আদালতের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর তারেক রহমানের বক্তব্য দেশের কোনো সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি। সর্বশেষ গতবছরের ১৮ অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির বিশাল সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান বক্তব্য দেন এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন। তার এই বক্তব্য ওই সময়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে, ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন। এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এ মানুষগুলো অমর হয়ে থাকবেন।’ তিনি বলেন, ‘ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এ জন্য গণতন্ত্রকামী সব দলমত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই।’

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের এত বড় অর্জন বিনষ্ট হতে দিতে পারি না। প্রশাসনের প্রতি আহ্বান আইনশৃংখলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করুণ। কারও প্রতি যেন অবিচার না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। সবার আগে নিশ্চিত করতে হবে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার পাড়া প্রতিবেশীকে বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি।’

শেখ হাসিনার পালানোর পর একটি চক্র দেশের পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়। শেখ হাসিনা বিনাভোটে থাকার জন্য আইনশৃংখলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মুহূর্ত থেকে পুলিশ কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন।’

তারেক রহমান বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবের নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়।’ মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

সরকারবিহীন দেশে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা এসব করছে, তারা দলের কেউ নয়, দুর্বৃত্ত এবং শেখ হাসিনার দোসর। তারা বিজয় ছিনিয়ে নিতে চায়।’

সেনাবাহিনী ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের জনগণ মালিকানা ফিরে পেয়েছে, দ্বিতীয় বারের মত মুক্ত হয়েছে। এতো হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনো হয়নি।’ তিনি বলেন, ‘যে পরিবর্তন আনার জন্য আন্দোলন, সেটা পূরণ করতে হবে। যেই নতুন বাংলাদেশের চিত্র মানুষ দেখতে চায়, তাই করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ছবি

বিএনপি নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা ও ব্যানার-ফেস্টুন প্রদর্শনে নিষেধাজ্ঞা

ছবি

ভারতের প্রভুসুলভ আচরণ প্রতিবেশীদের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

ছবি

নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

ছবি

কিশোর হত্যা: সাবেক মন্ত্রী শাজাহান খান কারাগারে

ছবি

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে : ফয়জুল করিম

ছবি

‘যুবলীগ-শ্রমিক লীগই’ পরিবহনে বোমা মেরে বিরোধীদের মামলা দিত

ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজ

ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের শ্রদ্ধা প্রয়োজন: রুহুল কবির রিজভী

ছবি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যথাযথ ও সময়োপযোগী: মির্জা ফখরুল

ছবি

আশুলিয়ায় বিএনপি’র শ্রমিক সমাবেশে হট্টগোল,আহত-৫

ছবি

এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি করা হচ্ছে - শিবচরে নুরুল হক নূর

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্য সচিবকে দলীয় কর্মীদের মারধর

ছবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বামী–সন্তানের ব্যাংকের তথ্য তলব

ছবি

বিএনপির আহমেদ আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ছবি

নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: পদত্যাগের সম্ভাবনা

ছবি

মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের ওপর আঘাতকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির

ছবি

বহিষ্কৃত বিএনপি নেতা ফখর উদ্দিনের বিরুদ্ধে মামলা

ছবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

ছবি

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলেন তারেক রহমান

একে একে নিবন্ধন পাচ্ছে আগে বাতিল দলগুলো

ছবি

বিএনপির দুই শীর্ষ নেতার কাছে ব্যাখ্যা তলব

ছবি

ইসির নিবন্ধন পেল নাগরিক ঐক্য

ছবি

ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

ছবি

ফের ৩ দিনের রিমান্ডে গোলাপ

ছবি

এস আলম গ্রুপের গাড়িতে বিএনপি নেতা সালাহউদ্দিন, নিলেন সংবর্ধনা

ছবি

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাংলাদেশ গড়ার শপথ

ছবি

নতুন স্বাধীনতা অর্জনে ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি : মির্জা ফখরুল

ছবি

নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ছবি

চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা

‘যৌক্তিক সময়ের’ মধ্যে নির্বাচন দাবি বেশিরভাগ দলের

ছবি

সংলাপে একাধিক দাবি, কিন্তু নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়নি

ছবি

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন: মির্জা ফখরুল

ছবি

ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের ওপর আঘাত করবে : ফখরুল

ছবি

ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব : দুদু

ছবি

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে আরেকটি মামলা

ছবি

টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় আসা দুর্ভাগ্য

tab

রাজনীতি

ছাত্র-তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে : খালেদা জিয়া

মহসীন ইসলাম টুটুল

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া-সংবাদ

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’ দীর্ঘ প্রায় ৭ বছর পর বিএনপির সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিলেন। বক্তব্যে প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। সমাবেশে যোগ দেন দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। তারেক রহমানের বক্তব্যের পর হাসপাতালে থাকা খালেদা জিয়ার ছবি মঞ্চের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠলে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। দিকনির্দেশনামূলক বক্তব্যে খালেদা জিয়া সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

এ সময় দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘আমি কারাবন্দী থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’

নেতাকর্মী ও ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম ও বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আটক হওয়ার পর দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। সাময়িক মুক্তি মিললেও সরকারের শর্তের কারণে তাকে গুলশানের বাড়িতে একপ্রকার বন্দিজীবনে থাকতে হয়েছে। এই সময়ে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার পুরোপুরি মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই বক্তব্য দেন তিনি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে আছেন তিনি। তাই হাসপাতাল থেকেই ভিডিওর মাধ্যমে নেতাকর্মী ও জনতার উদ্দেশে এই বক্তব্য দেন তিনি।

বিএনপির বুধবারের সমাবেশ কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশ কেন্দ্রীয় নেতা যোগ দেন।

সিনিয়র নেতাদের বক্তব্যের পর ভিডিও কলে বক্তব্য দেন সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান। আদালতের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর তারেক রহমানের বক্তব্য দেশের কোনো সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি। সর্বশেষ গতবছরের ১৮ অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির বিশাল সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান বক্তব্য দেন এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন। তার এই বক্তব্য ওই সময়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে, ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন। এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এ মানুষগুলো অমর হয়ে থাকবেন।’ তিনি বলেন, ‘ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এ জন্য গণতন্ত্রকামী সব দলমত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই।’

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের এত বড় অর্জন বিনষ্ট হতে দিতে পারি না। প্রশাসনের প্রতি আহ্বান আইনশৃংখলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করুণ। কারও প্রতি যেন অবিচার না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। সবার আগে নিশ্চিত করতে হবে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার পাড়া প্রতিবেশীকে বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি।’

শেখ হাসিনার পালানোর পর একটি চক্র দেশের পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়। শেখ হাসিনা বিনাভোটে থাকার জন্য আইনশৃংখলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মুহূর্ত থেকে পুলিশ কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন।’

তারেক রহমান বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবের নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়।’ মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

সরকারবিহীন দেশে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা এসব করছে, তারা দলের কেউ নয়, দুর্বৃত্ত এবং শেখ হাসিনার দোসর। তারা বিজয় ছিনিয়ে নিতে চায়।’

সেনাবাহিনী ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের জনগণ মালিকানা ফিরে পেয়েছে, দ্বিতীয় বারের মত মুক্ত হয়েছে। এতো হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনো হয়নি।’ তিনি বলেন, ‘যে পরিবর্তন আনার জন্য আন্দোলন, সেটা পূরণ করতে হবে। যেই নতুন বাংলাদেশের চিত্র মানুষ দেখতে চায়, তাই করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

back to top