image

চট্টগ্রামে এম এ লতিফ সেনাবাহিনীর হেফাজতে

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আজ শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়, যেখানে তিনি এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, এম এ লতিফ কিছু দিন ধরে মালুম মসজিদ এলাকার একটি আত্মীয়ের বাসায় ছিলেন। আজ জুমার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। নামাজ শেষে বাসায় ফেরার সময় তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ পরিস্থিতিতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়, এবং সেনা সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীরা এম এ লতিফকে ঘিরে ফেললে এবং বাসায় ইটপাটকেল ছোড়া হলে সেনাবাহিনীকে ডাকা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

এম এ লতিফ ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলা, ‘প্র্যাকটিস ম্যাচ’ বললেন হাসনাত

» একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই: মির্জা ফখরুল

» ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না: শফিকুর রহমান

» বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ৮৫ জন সাবেক এমপি ও ২৩৭ জন স্নাতক

সম্প্রতি