রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য।
আজ সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিক ঐক্যের দলটির প্রতীক হবে কেটলি।
এদিন নুরুল হক নূরের গণঅধিকার পরিষদকেও (জিওপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক হিসেবে দলটি বরাদ্দ পেয়েছে ট্রাক।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ২০১২ সালে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। নিবন্ধন না থাকলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আরো কয়েকটি দলের সঙ্গে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদও নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। তখন নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়া হলেও অন্যদের না দেওয়ায় রাজনীতির অঙ্গনে সমালোচনা হয়েছিল।
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য।
আজ সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিক ঐক্যের দলটির প্রতীক হবে কেটলি।
এদিন নুরুল হক নূরের গণঅধিকার পরিষদকেও (জিওপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক হিসেবে দলটি বরাদ্দ পেয়েছে ট্রাক।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ২০১২ সালে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। নিবন্ধন না থাকলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আরো কয়েকটি দলের সঙ্গে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদও নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। তখন নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়া হলেও অন্যদের না দেওয়ায় রাজনীতির অঙ্গনে সমালোচনা হয়েছিল।