alt

রাজনীতি

একে একে নিবন্ধন পাচ্ছে আগে বাতিল দলগুলো

ফয়েজ আহমেদ তুষার : মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবেদন করে ব্যর্থ হওয়া দলগুলো একে একে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে। গত ১২ দিনে এরকম তিনটি দলকে নিবন্ধন দিয়েছে ইসি।

রাজনৈতিক দল হিসেবে সোমবার (২ সেপ্টেম্বর) ইসির নিবন্ধন পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ (জিওপি)। একই দিনে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। সোমবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২১ আগস্ট ইসির নিবন্ধন পায় জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করে। প্রাথমিক বাছাই শেষে যে ১২ দলের মাঠ পর্যায়ের তথ্য বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন তার মধ্যে এই তিনটি দলও ছিল। তবে দলগুলো নিবন্ধন পায়নি।

ওই সময় কাজী হাবিবুল আউয়াল কমিশন শুধু দুই দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেয়। নামসর্বস্ব দলের নিবন্ধন দেয়ায় সমালোচনাও হয় সে সময়।

আটকে গেছেন রেজা কিবরিয়া
ডাকসুর ভিবি নুরের গণ অধিকার পরিষদ-জেওপি ইসির নিবন্ধন পেলেও হাইকোর্টে মামলা থাকায় আটকে গেছে রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদের নিবন্ধন। ইসি নিবন্ধন না দেয়ায় রেজা কিবরিয়া এই মামলা (রিট আবেদন) করেছিলেন।

এক সময় গণ অধিকার পরিষদ নামে একটিই দল ছিল; নেতৃত্বে ছিলেন নুর ও রেজা কিবরিয়া। ভেঙে দুই দল হলেও তৃণমূল কর্মীদের প্রত্যাশা ছিল আবার এক হওয়ার।

১ সেপ্টেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এই দাবি তুলে ধরেন দলটির দুই পক্ষের তৃণমূল কর্মীরা।

রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের বিরোধের কারণে বিভক্ত গণ অধিকার পরিষদের দুই পক্ষকে এক হওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। এক না হলে দল দুটি ছোট ছোট দোকানে রূপ নেবে বলেও সতর্ক করেন তারা। দাবি মানা না হলে তারা গণ-অবস্থানসহ কর্মসূচির পালন করবেন বলেও জানান।

দুই দিনের মাথায় নুরের দলকে নিবন্ধন দিয়ে দেয়ায় রেজার সঙ্গে পুনরায় এক হওয়ার প্রত্যাশা শেষ হয়ে যায়।

‘চাপ দিয়ে’ নিবন্ধন
রেজা কিবরিয়ার অংশের অভিযোগ, আদালত থেকে একটা সিদ্ধান্ত আসা পর্যন্ত ইসি অপেক্ষা করতে চেয়েছিল। তবে নুরের দলকে নিবন্ধন দিতে বিভিন্ন পর্যায় থেকে ইসির ওপর চাপ ছিল।

রেজার অংশের এক নেতার অভিযোগ ‘নুর নিবন্ধন নিতে আইন উপদেষ্টার নাম ভাঙিয়েছেন।’

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি ফোনালাপ থেকে জানা যায়, গণ অধিকার পরিষদের এককর্মী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলছেন, যেহেতু আফিস নজরুলের নাম করে নুর ইসিকে চাপ দিচ্ছে, তাই তিনি (আসিফ নজরুল) যেন ইসিকে ফোন করে বলে দেন, নুর বা রেজা কিবরিয়া কারো জন্য তার কোন সুপারিশ নেই।

ফোনালাপে আইন উপদেষ্টাকে বলতে শোনা যায়, তিনি যেহেতু এখন সরকারি দায়িত্বে আছেন, এ সংক্রান্ত শপথ নিয়েছেন, তিনি এ বিষয়ে ইসিকে ফোন করতে পারেন না।

আইন উপদেষ্টা ওই কর্মীকে উপদেশ আকারে বলেন, ওই কর্মী যেন ইসিকে এই ফোন রেকর্ড (কল লিস্ট) দেখায় এবং বলে ‘আসিফ নজরুল স্যার বলেছেন কারো জন্য তার কোন সুপারিশ নেই।’

ছাত্রলীগ থেকে ডাকসু
এক সময় ছাত্রলীগের রাজনীতি করে আসা নুরুল হক নুর ২০১৭ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেমে নিজ সংগঠনের বিরাগভাজন হন। ২০১৮ সালে সরকার প্রথম শ্রেণীর চাকরিতে কোটা তুলে দেয়া পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন নুর।

এরপর তিনি কোটা সংস্কারের জন্য গঠন করা কমিটিকে ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপ দেন। ২০২১ সালে গঠন করেন ‘গণ অধিকার পরিষদ’।

নুর বনাম রেজা
একপর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তবে দল গঠনের দুই বছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের মধ্যে বিরোধে দেখা দেয়। গত বছরের জুন ও জুলাই মাসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অব্যাহতি, অনাস্থা প্রস্তাব ও অপসারণের ঘটনা ঘটে।

২০২৩ সালের ১ জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন। এর ৯ দিন পর ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিলে নুরুল হক সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য পক্ষ এই কাউন্সিল মানেনি।

ইসির যাচাই কমিটি
ইসির তথ্য যাচাই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের পর্যালোচনা অনুযায়ী দুটি পৃথক দল। একটি গণ অধিকার পরিষদ (জিওপি) অন্যটি গণ অধিকার পরিষদ। নুরের দল পূর্বে যেসব শর্ত পূরণ করতে পারেনি পরবর্তিতে সেগুলো পূরণ করায় তার দলকে নিবন্ধন দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মামলা থাকায় রেজা কিবরিয়ার দলের বিষয়ে আদলত সিদ্ধান্ত নেবে।

রেজা কিবরিয়াকে অপসারণ করার ক্ষেত্রে গঠণতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে ইসির ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গণফোরাম থেকে গণ অধিকার
বাবা শাহ এএমএস কিবরিয়ার রাজনৈতিক ধারার বিপরীতে গিয়ে রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিপক্ষে ভোট করেছিলেন।

ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক হয়েছিলেন রেজা। তবে দ্বন্দ্বের কারণে সেই দল ছাড়তে হয়েছিল তাকে। পরে তিনি নুরের সঙ্গে মিলে গণঅধিকার পরিষদ গঠন করেন।

নিবন্ধন পেতে নুরের দলও হাইকোর্টে যাবে বলে জানিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ‘সাত দিনের মধ্যে নিবন্ধন দিতে’ গত ২৮ আগস্ট দলটি আল্টিমেটাম দেয়। ২ সেপ্টেম্বর দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

দলের নিবন্ধন না পেয়ে বিভিন্ন বৈঠক ও সভায় ইসির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নুর। গণআন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা চায় দলটি। ‘সাত দিনের মধ্যে নিবন্ধন দিতে’ গত ২৮ আগস্ট দলটি আল্টিমেটাম দেয়ার পর ২ সেপ্টেম্বর নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

নুরের দলকে দ্রুত নিবন্ধন দিতে ইসিকে বিভিন্ন পর্যায় থেকে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে।

ইসির প্রজ্ঞাপন
সোমবার ইসি সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী ‘গণ অধিকার পরিষদ-জিওপি’কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫১।

সোমবার মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যও ইসির নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে ইসি জানায়, এই দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫২।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২১ আগস্ট ইসির নিবন্ধন পায় জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নিবন্ধন নম্বর-৫০, বরাদ্দকৃত প্রতীক ‘ঈগল’।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করে। প্রাথমিক বাছাই শেষে যে ১২ দলের মাঠ পর্যায়ের তথ্য বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন তারমধ্যে এই তিনটি দলও ছিল। তবে দলগুলো নিবন্ধন পায়নি।

ওই সময় কাজী হাবিবুল আউয়াল কমিশন শুধু দুই দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেয়।

নিবন্ধিত দল ৪৭ট
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে ইসিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। নিবন্ধন না থাকলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ বন্ধ হয়ে যায়। নিবন্ধন পেতে জুড়ে দেয়া হয় বেশকিছু শর্ত; যা প্রতিপালন করা নামসর্বস্ব ছোট দলগুলোর জন্য কঠিন হয়ে পড়ে।

নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি দল নিবন্ধন পায়।

শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং আদালতের নির্দেশ প্রতিপালনে পরবর্তীতে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।

এখন ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৭টি।

নিবন্ধন ফিরে পেতে পুনরায় উচ্চ আদলতের দ্বারস্থ হয়েছে জামায়াতে ইসলামী। শুনানির জন্য আগামী ২১ অক্টোবর তারিখ দিয়েছে আদালত।

ছবি

বাড়তি ভ্যাট ও মহার্ঘ ভাতায় আপত্তি বিএনপির, অন্তর্বর্তী সরকারকে খরচ কমানোর পরামর্শ

ছবি

নির্বাচনের দাবি রাজনৈতিক কৌশল, সংস্কারে গুরুত্ব দিচ্ছে বিএনপি: ফখরুল

ছবি

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজির বিাংদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : জামায়াতের আমীর

ছবি

‘মহার্ঘ ভাতা মূল্যস্ফীতি বাড়াবে’, সরকারের পদক্ষেপে আপত্তি বিএনপির

ছবি

কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির

ছবি

ছয় মাসের মধ্যে নির্বাচন অসম্ভব: সারজিস আলম

বাংলাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে লন্ডনে সমাবেশ

শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন

ছবি

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস

ছবি

শিক্ষার্থীদের উপর হামলা, জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি ঢাবি প্রশাসনের

ছবি

জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যে ফাটল এড়ানোর আহ্বান বিএনপির

ছবি

প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নিচ্ছে বিএনপি

ছবি

দ্রুত নির্বাচন চাওয়ারা হামলার পেছনে: নাগরিক কমিটি

ছবি

ফ্যাসিবাদ পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্ত অবস্থানের হুঁশিয়ারি

ছবি

বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন চায় বিএনপি

ছবি

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির পথে: মির্জা ফখরুল

ছবি

যশোর বিএনপির অফিস পোড়ানোর মামলায় হাজিরা শেষে বিক্ষোভ মিছিল আ’লীগের নেতাকর্মীদের

ছবি

সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ নির্বাচন কমিশনের

ছবি

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে শেখ হাসিনাকে দায়ী করলেন রিজভী

ছবি

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি

আগের চেয়ে সুস্থ খালেদা জিয়া, থেরাপির পর করছেন হাঁটাহাঁটি

ছবি

চা–শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

ছবি

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগের দাবি

ছবি

জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের হাতে রাখতে চায় নির্বাচন কমিশন

ছবি

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাতের মামলা স্থগিত

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় নাগরিক কমিটি

অর্থনৈতিক অবস্থা ‘ভালো না’, রাজনীতিও ‘ভঙ্গুর’; ‘দ্রুত’ নির্বাচনে কাটবে ‘সংকট’: ফখরুল

ছবি

তারেক রহমানসহ তিন বিএনপি নেতাকে আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্র

ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতাদের ক্ষোভ

ছবি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

ছবি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট আয়োজন সম্ভব: নাগরিক কমিটি

ছবি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর, সেক্রেটারি ফুয়াদ

ছবি

বিরাজনীতিকরণ তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না’: আমীর খসরু

ছবি

বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার চায় জনগণ

ছবি

বিগত ১৮ বছর একটি কালো অধ্যায় পার করেছি: গোলাম পরওয়ার

ছবি

টিসিবি কার্যক্রম বন্ধ ও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে জনগণের পকেট কাটছে সরকার: সিপিবি

tab

রাজনীতি

একে একে নিবন্ধন পাচ্ছে আগে বাতিল দলগুলো

ফয়েজ আহমেদ তুষার

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবেদন করে ব্যর্থ হওয়া দলগুলো একে একে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে। গত ১২ দিনে এরকম তিনটি দলকে নিবন্ধন দিয়েছে ইসি।

রাজনৈতিক দল হিসেবে সোমবার (২ সেপ্টেম্বর) ইসির নিবন্ধন পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ (জিওপি)। একই দিনে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। সোমবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২১ আগস্ট ইসির নিবন্ধন পায় জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করে। প্রাথমিক বাছাই শেষে যে ১২ দলের মাঠ পর্যায়ের তথ্য বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন তার মধ্যে এই তিনটি দলও ছিল। তবে দলগুলো নিবন্ধন পায়নি।

ওই সময় কাজী হাবিবুল আউয়াল কমিশন শুধু দুই দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেয়। নামসর্বস্ব দলের নিবন্ধন দেয়ায় সমালোচনাও হয় সে সময়।

আটকে গেছেন রেজা কিবরিয়া
ডাকসুর ভিবি নুরের গণ অধিকার পরিষদ-জেওপি ইসির নিবন্ধন পেলেও হাইকোর্টে মামলা থাকায় আটকে গেছে রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদের নিবন্ধন। ইসি নিবন্ধন না দেয়ায় রেজা কিবরিয়া এই মামলা (রিট আবেদন) করেছিলেন।

এক সময় গণ অধিকার পরিষদ নামে একটিই দল ছিল; নেতৃত্বে ছিলেন নুর ও রেজা কিবরিয়া। ভেঙে দুই দল হলেও তৃণমূল কর্মীদের প্রত্যাশা ছিল আবার এক হওয়ার।

১ সেপ্টেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এই দাবি তুলে ধরেন দলটির দুই পক্ষের তৃণমূল কর্মীরা।

রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের বিরোধের কারণে বিভক্ত গণ অধিকার পরিষদের দুই পক্ষকে এক হওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। এক না হলে দল দুটি ছোট ছোট দোকানে রূপ নেবে বলেও সতর্ক করেন তারা। দাবি মানা না হলে তারা গণ-অবস্থানসহ কর্মসূচির পালন করবেন বলেও জানান।

দুই দিনের মাথায় নুরের দলকে নিবন্ধন দিয়ে দেয়ায় রেজার সঙ্গে পুনরায় এক হওয়ার প্রত্যাশা শেষ হয়ে যায়।

‘চাপ দিয়ে’ নিবন্ধন
রেজা কিবরিয়ার অংশের অভিযোগ, আদালত থেকে একটা সিদ্ধান্ত আসা পর্যন্ত ইসি অপেক্ষা করতে চেয়েছিল। তবে নুরের দলকে নিবন্ধন দিতে বিভিন্ন পর্যায় থেকে ইসির ওপর চাপ ছিল।

রেজার অংশের এক নেতার অভিযোগ ‘নুর নিবন্ধন নিতে আইন উপদেষ্টার নাম ভাঙিয়েছেন।’

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি ফোনালাপ থেকে জানা যায়, গণ অধিকার পরিষদের এককর্মী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলছেন, যেহেতু আফিস নজরুলের নাম করে নুর ইসিকে চাপ দিচ্ছে, তাই তিনি (আসিফ নজরুল) যেন ইসিকে ফোন করে বলে দেন, নুর বা রেজা কিবরিয়া কারো জন্য তার কোন সুপারিশ নেই।

ফোনালাপে আইন উপদেষ্টাকে বলতে শোনা যায়, তিনি যেহেতু এখন সরকারি দায়িত্বে আছেন, এ সংক্রান্ত শপথ নিয়েছেন, তিনি এ বিষয়ে ইসিকে ফোন করতে পারেন না।

আইন উপদেষ্টা ওই কর্মীকে উপদেশ আকারে বলেন, ওই কর্মী যেন ইসিকে এই ফোন রেকর্ড (কল লিস্ট) দেখায় এবং বলে ‘আসিফ নজরুল স্যার বলেছেন কারো জন্য তার কোন সুপারিশ নেই।’

ছাত্রলীগ থেকে ডাকসু
এক সময় ছাত্রলীগের রাজনীতি করে আসা নুরুল হক নুর ২০১৭ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেমে নিজ সংগঠনের বিরাগভাজন হন। ২০১৮ সালে সরকার প্রথম শ্রেণীর চাকরিতে কোটা তুলে দেয়া পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন নুর।

এরপর তিনি কোটা সংস্কারের জন্য গঠন করা কমিটিকে ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপ দেন। ২০২১ সালে গঠন করেন ‘গণ অধিকার পরিষদ’।

নুর বনাম রেজা
একপর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তবে দল গঠনের দুই বছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের মধ্যে বিরোধে দেখা দেয়। গত বছরের জুন ও জুলাই মাসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অব্যাহতি, অনাস্থা প্রস্তাব ও অপসারণের ঘটনা ঘটে।

২০২৩ সালের ১ জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন। এর ৯ দিন পর ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিলে নুরুল হক সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য পক্ষ এই কাউন্সিল মানেনি।

ইসির যাচাই কমিটি
ইসির তথ্য যাচাই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের পর্যালোচনা অনুযায়ী দুটি পৃথক দল। একটি গণ অধিকার পরিষদ (জিওপি) অন্যটি গণ অধিকার পরিষদ। নুরের দল পূর্বে যেসব শর্ত পূরণ করতে পারেনি পরবর্তিতে সেগুলো পূরণ করায় তার দলকে নিবন্ধন দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মামলা থাকায় রেজা কিবরিয়ার দলের বিষয়ে আদলত সিদ্ধান্ত নেবে।

রেজা কিবরিয়াকে অপসারণ করার ক্ষেত্রে গঠণতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে ইসির ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গণফোরাম থেকে গণ অধিকার
বাবা শাহ এএমএস কিবরিয়ার রাজনৈতিক ধারার বিপরীতে গিয়ে রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিপক্ষে ভোট করেছিলেন।

ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক হয়েছিলেন রেজা। তবে দ্বন্দ্বের কারণে সেই দল ছাড়তে হয়েছিল তাকে। পরে তিনি নুরের সঙ্গে মিলে গণঅধিকার পরিষদ গঠন করেন।

নিবন্ধন পেতে নুরের দলও হাইকোর্টে যাবে বলে জানিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ‘সাত দিনের মধ্যে নিবন্ধন দিতে’ গত ২৮ আগস্ট দলটি আল্টিমেটাম দেয়। ২ সেপ্টেম্বর দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

দলের নিবন্ধন না পেয়ে বিভিন্ন বৈঠক ও সভায় ইসির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নুর। গণআন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা চায় দলটি। ‘সাত দিনের মধ্যে নিবন্ধন দিতে’ গত ২৮ আগস্ট দলটি আল্টিমেটাম দেয়ার পর ২ সেপ্টেম্বর নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

নুরের দলকে দ্রুত নিবন্ধন দিতে ইসিকে বিভিন্ন পর্যায় থেকে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে।

ইসির প্রজ্ঞাপন
সোমবার ইসি সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী ‘গণ অধিকার পরিষদ-জিওপি’কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫১।

সোমবার মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যও ইসির নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে ইসি জানায়, এই দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫২।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২১ আগস্ট ইসির নিবন্ধন পায় জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নিবন্ধন নম্বর-৫০, বরাদ্দকৃত প্রতীক ‘ঈগল’।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করে। প্রাথমিক বাছাই শেষে যে ১২ দলের মাঠ পর্যায়ের তথ্য বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন তারমধ্যে এই তিনটি দলও ছিল। তবে দলগুলো নিবন্ধন পায়নি।

ওই সময় কাজী হাবিবুল আউয়াল কমিশন শুধু দুই দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেয়।

নিবন্ধিত দল ৪৭ট
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে ইসিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। নিবন্ধন না থাকলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ বন্ধ হয়ে যায়। নিবন্ধন পেতে জুড়ে দেয়া হয় বেশকিছু শর্ত; যা প্রতিপালন করা নামসর্বস্ব ছোট দলগুলোর জন্য কঠিন হয়ে পড়ে।

নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি দল নিবন্ধন পায়।

শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং আদালতের নির্দেশ প্রতিপালনে পরবর্তীতে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।

এখন ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৭টি।

নিবন্ধন ফিরে পেতে পুনরায় উচ্চ আদলতের দ্বারস্থ হয়েছে জামায়াতে ইসলামী। শুনানির জন্য আগামী ২১ অক্টোবর তারিখ দিয়েছে আদালত।

back to top