image

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলেন তারেক রহমান

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুই নেতার কাছে দুটি চিঠি পাঠানো হয়। সোমবার খায়রুল কবির খোকন অভিযোগের জবাব দেন এবং সালাহউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ, কক্সবাজারে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করেছেন, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি এই অভিযোগকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

অপরদিকে, খায়রুল কবির খোকনের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠক করেছেন। তিনি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং নিজের রাজনীতির সততা ও নৈতিকতার প্রতি অনড় অবস্থান জানান দিয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি