image

বিএনপির আহমেদ আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন শিল্পপতি মনির আহমেদ। অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল শহরের মনিরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মনির আহমেদ, যিনি এশিয়াটিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, অভিযোগ করেন যে, মঙ্গলবার দুপুরে তাঁর বাসভবনে কয়েকজন ব্যক্তি চাঁদা হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে গালাগালি ও ভাঙচুরের শিকার হতে হয়। তিনি বলেন, আহমেদ আযম খান তাকে ভবিষ্যতে নির্বাচনে সহায়তার জন্য টাকা দিতে বলেছিলেন, না দিলে হুমকি দিয়েছিলেন।

মনির আহমেদ এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন, যেখানে আহমেদ আযম খান ও টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইজাজুল হকসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে, আহমেদ আযম খানের বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাঁদের দাবি, মনির আহমেদ একজন দুর্নীতিবাজ এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেছেন, অভিযোগের তদন্ত চলছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

» নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ বললেন ফখরুল

সম্প্রতি